পানির গুণগতমান পরীক্ষার জন্য সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) বরাবর আবেদন করতে হয়। আবেদনপ্রাপ্তির পর উপ-সহকারী প্রকৌশলী/নমুনা সংগ্রহকারী সংশ্লিষ্ট পাঠাগার/ নলকূপ মেকানিক কর্তৃক সরজমিন পরিদর্শনপূর্বক নমুনা সংগ্রহ করে আঞ্চলিক পরীক্ষা কেন্দ্রে প্রেরণ করা হয়। সেখানে নমুনা পরীক্ষা করে উপজেলাতে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়। উক্ত রিপোর্টটি আবেদনকারীকে প্রদান করা হয়।
১৭-২৩ দিন
ফিল্ড টেস্ট কীট বিনামূল্যে এবং ল্যাবরেটরি টেস্টের ক্ষেত্রে ৫০/- থেকে ১৫০০/- (প্রতি প্যারামিটারের জন্য এবং কি পরীক্ষা করা হবে তার ওপর নির্ভরশীল)
উপজেলা/আঞ্চলিক পরীক্ষাগার
সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য প্রকৌশল)/সিনিয়র কেমিস্ট
১) আবেদন পত্র
২) টাকা জমাদানের রশিদ
পরিষ্কার পাত্রে পানির নমুনা নিয়ে আসতে হবে, আবেদনপত্রসহ প্রয়োজনীয় ফি প্রদানসাপেক্ষে সকল নাগরিক সেবাপ্রাপ্তিরযোগ্য
১। জাতীয় আর্সেনিক নিরসন নীতিমালা ও বাস্তবায়ন পরিকল্পনা (NAMIP-2004)
২। Water Quality Standard for Bangladesh.
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী