জনগণকে উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের নিকট আবেদন করতে হয়। আবেদনগুলো সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) এর নিকট প্রেরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যানের মাধ্যমে প্রাপ্ত আবেদন সরজমিন পরিদর্শনপূর্বক খসড়া তালিকা প্রস্তুত করে ইউনিয়ন স্থান নির্বাচন কমিটির নিকট উপস্থাপন করা হয়। ইউনিয়ন স্থান নির্বাচন কমিটির অনুমোদনের পর উপজেলা ওয়াটশন কমিটিতে চূড়ান্ত অনুমোদনের পর সরকারি বরাদ্দ মোতাবেক চূড়ান্ত তালিকা ঠিকাদারের নিকট সরবরাহ করা হয়। সরবরাহকৃত তালিকা অনুযায়ী মালামাল সরবরাহ করে নলকূপ স্থাপনের কাজটি সম্পন্ন হয়।
কার্যাদেশ প্রদানের ০৩ মাসের মধ্যে
উপকারভোগী কর্তৃক প্রদত্ত সহায়ক চাঁদা-
১. অগভীর নলকূপ- ১০০০/-
২. তারা নলকূপ- ১৫০০/-
৩. রিং ওয়েল- ২০০০/-
৪. গভীর নলকূপ- ৪৫০০/-
৫. পিএসএফ- ৩০০০/-
৬. এসএসটি- ১৫০০/-
** সহায়ক চাঁদার পরিমাণ মোট মূল্যের ২০% হবে মর্মে বিবেচনাধীন
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিস
সহকারী/উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)
১) আবেদন পত্র
২) টাকা জমাদানের রশিদ
স্থান নির্বাচন সংক্রান্ত পরিপত্র
১। জাতীয় নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন নীতিমালা-1998
২। জাতীয় আর্সেনিক নিরসন নীতিমালা ও বাস্তবায়ন পরিকল্পনা (NAMIP-2004)
৩। Water Quality Standard for Bangladesh.
জেলা পর্যায়ে নির্বাহী প্রকৌশলী