মানি এসকর্ট, পণ্য এসকর্ট প্রভৃতি ক্ষেত্রে পুলিশ নিয়োগের জন্য পুলিশ সুপারের নিকট আবেদন করতে হয়। পুলিশ সুপার আবেদনের বিষয়টি যাচাই-এর জন্য ওসি-কে নির্দেশ দেন। ওসি’র প্রতিবেদন/ সুপারিশের প্রেক্ষিতে এসপি এতদসংক্রান্ত অনুমতি প্রদান করে ফোর্স/পুলিশ নিয়োগ দেন অথবা আবেদন না মঞ্জুর করেন।
২-৩ দিন
বিনামূল্যে
থানা
ওসি, এসপি
আবেদনপত্র, মালামালের বিবরণ ইত্যাদি
পুলিশ সুপারের নিকট আবেদন করতে হয়
১। পুলিশ আইন- ১৮৬১ এর ২৩ ধারা
২। পিআরবি/১৯৪৩- ৩৭৭ বিধি
থানার ক্ষেত্রে সার্কেল এএসপি, এসপি অফিসের ক্ষেত্রে ডিআইজি