أَمْ لِلْإِنسَانِ مَا تَمَنَّى
মানুষ যা চায়, তাই কি পায়? [৫৩:২৪]
৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াতঃ ৩৯
وَ اَنۡ لَّیۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰی ﴿ۙ۳۹﴾
আর এই যে, মানুষ তাই পায় যা সে চেষ্টা করে
প্রত্যেক ব্যক্তি যা পরিণতি ভোগ করবে তা তার কৃতকর্মেরই ফল। চেষ্টা সাধনা ছাড়া কেউ-ই কিছু লাভ করতে পারে না
পানির গভীরতা নাকের কাছে উঠে আসার আগেই সাঁতার শিখে নাও।
– ড্যানিশ প্রবাদ
মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন।
- রবীন্দ্রনাথ ঠাকুর।
বড় বড় নামকরা স্কুলে বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার টা বেশি শিক্ষা করে।
-আহমদ ছফা।
আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞতাকে আবিষ্কার করি।
-শেলী।
. স্কুলে যা শেখানো হয়, তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে; তাই হলো শিক্ষা।
-অ্যালবার্ট আইনস্টাইন।