কজেটিভ বা প্রযোজক ক্রিয়া (Causative verb) হলো এমন একটি ক্রিয়াপদ, যা বোঝায় যে কর্তা নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় বা করায়। সহজ ভাষায়, যখন কেউ অন্য কাউকে দিয়ে কোনো কাজ সম্পন্ন করায়, তখন এই ধরনের ক্রিয়াপদ ব্যবহৃত হয়।
উদাহরণ
সাধারণ ক্রিয়া: I eat rice. (আমি ভাত খাই।)
কজেটিভ ক্রিয়া: I feed my baby. (আমি আমার শিশুকে খাওয়াই।)
সাধারণ ক্রিয়া: I see. (আমি দেখি।)
কজেটিভ ক্রিয়া: My mother has me do my homework. (আমার মা আমাকে দিয়ে আমার বাড়ির কাজ করান।)
কিছু সাধারণ কজেটিভ ক্রিয়াপদ
have
get
make
let
help