শ্রীজাত
তোমার দু’হাতে ছায়াপথ খেলা করে।
দু’পায়ে সাজানো রুপোলি শহরতলি,
অথচ কলম তুলে নাও অবসরে...
একা থেকে গেছে, ভেতরের কোনও গলি?
কে জানে কী ভাবে এখনও সজীব রাখো,
বহু সংলাপ পার করে আসা মুখ...
লুকিয়ে রেখেছ অন্য গ্রহের সাঁকো?
এই পৃথিবীতে? সবুজ আগন্তুক?
আর কোনও চূড়া পেরোনোর নেই আজ।
ঝড়ের মুঠোয় বাঁচিয়ে রেখেছ চারা,
তবু প্রতিদিন নতুন নতুন কাজ...
মাটিতেই থেকো, সবচেয়ে উঁচু তারা!