সুখ
সুখের বাতাস, সুখের আকাশ
সুখের একটা দরজা,
তোতে আমাতে ক্লিষ্ট আলাপ-
মধ্যরাতের তরজা।
লাল অসুখ, নীল অসুখ
খয়েরি সবুজ প্রতিদিন,
তোর আমার ধোঁয়াটে ঘর-
আমরা বৃষ্টি বিলীন।
তোমার মনে, তোমার স্তনে
ডুবিয়ে চাতক মুখ,
চাইব আবার গোধূলিবেলায়-
ফুটন্ত ইন্দ্রিয়সুখ।