যশোবন্ত বসু
স্বাধীনতা মানে ফোন তুলে রেখে মন খুলে লেখা চিঠি
চিঠির গোপন ভাঁজে ভাঁজে থাক ইঙ্গিত পরিপাটি |
স্বাধীনতা মানে চাদর কুঁচকে আদর করার ছুতো
অনুভূতি যাক শিখরে শিখরে আশ্লেষ সম্ভূত |
স্বাধীনতা মানে তোমার চুলের গন্ধ ডোবানো মুখ
আটপৌরের সীমানা টপকে মুঠিভরা কিছু সুখ |
স্বাধীনতা মানে নিজের বৃত্তে খেয়াল খুশির বাস
সকলের মাঝে মিলিয়ে গিয়েও একা থাকা অনায়াস |
স্বাধীনতা মানে দৃশ্যশ্রাব্য কলুষ এড়িয়ে বাঁচা
আকাশে উড়ুক ইচ্ছে ডানারা, ভেঙে পড়ে থাক খাঁচা |