নীরেন্দ্রনাথ চক্রবর্তী
তুমি তাকে যা-ই ভাবো, সে তা নয় জেনো,
তেমন ছিলনা কোনোকালে।
তুমিও তেমন নও, যা-ই সে ভাবুক
অন্য লোক তুমিও আড়ালে।