শোনো তুমি
রক্ত যখন লাভা হল,
হিম পেলাম ঘামে-
চিন্তায় ঝড় ওঠে আজও,
আজও বৃষ্টি নামে।
আমার আমির সঙ্গে থাকি,
আমরা পাশাপাশি-
মধ্য রাতে কথা ভাসাই
“আমি তোমায় ভালোবাসি”....