নীরেন্দ্রনাথ চক্রবর্তী
নদীর পাড়ে দাঁড়িয়ে আছে
দীর্ঘ দিনের বন্ধু যারা,
তাদের আমি দেখছি, তবে
দিচ্ছি না আর কাউকে সাড়া।
ডাকছে তারা, ডেকেই যাচ্ছে,
বড্ড ভালো বাসতো যে-যে,
তাই বলে কি ফিরব নাকি,
ফিরতে ভীষণ ভয় করে যে।
ফেরার মানেই বন্ধ কোটর,
সেই যেখানে বয় না হাওয়া,
এক জীবনের জন্য আবার
সেইখানেতেই আটকে যাওয়া।
যতই ডাকুক, ফিরছি না তাই,
তাই চলেছি নতুন ঘরে।
তবুও বলি, যাবার বেলায়
মনটা যেন কেমন করে।