নীরেন্দ্রনাথ চক্রবর্তী
কবি যদি লোভী হয়,
তা হলে সে কবি নয়,
তা হলে সে পথের কাঙাল ।
কখনও সবুজ পরে,
কখনও গেরুয়া ধরে,
কখনও-বা টকটকে লাল ।
কবি যদি লোভী হয়,
তা হলে সে কবি নয়,
তা হলে সে ব'সে ফুটপাথে
বলুক, "সোনা কি তাঁবা
যা-ই হোক দাও বাবা,
দাও এই কাঙালের হাতে ।"