ভুল করে ভুল
ভুল করতে ভালই পারি,
ভুল করতে ভালই বাসি,
ঠিকের ঠিকা নেওয়ার মত
থাবা আমার নেই।
ছুটছে মানুষ ভুলের বশে,
ছিঁড়ছে বাতাস কিসের আশে?
আজকে যারা শিশু, কাল তাদের
ভুলের ক্ষমা নেই।
গাঢ় গোলাপী তোর জিভের মত,
আমার ভুলের রঙ যত,
ভুল ছাড়া তো আর আমাদের
কিছুই করার নেই।