মৃদুল দাশগুপ্ত
কোনোদিন কিছু ছিলোনা , কিছুই কিছুই নেই আমাদের আজ
আমরা কি বাজাবো না জলপাইকাঠের এসরাজ ?
ও কি ফুল ? বুনো ফুল গোলাপি পাপড়িময় চাবুকের দাগ
আমরা কি চলে যাবো ? কখনো দেবো না ওকে পুরুষ-পরাগ ?
অনেক লন্ঠন ওড়ে , হাওয়াবাতাসের রাত , কেউ এলো না আজ !
বাজাবো না আমাদের , বাজাবো না জলপাইকাঠের এসরাজ....