মৃদুল দাশগুপ্ত
বাড়িটি থাকবে নদীর কিনারে, চৌকো,
থাকবে শ্যাওলা রাঙানো একটি নৌকো,
ফিরে এসে খুব আলতো ডাকবো, বউ কই....
রাজি ?
তবে এসো এসো জানাও তুমিও প্রস্তুত,
আত্মগোপন পর্বে তুমি এ দস্যুর
ক্ষতে দেবে মধু , দুব্বো চিবিয়ে , আস্তে
তোমাকে চেনাবো তারাগুলি, আর নৈঋত
দিক থেকে নেমে হঠাৎ আসবে দেবদূত
পুকুরে ভাসবে দুটি রাজহাঁস , চই চই ....
লুঠে নেব হ্রদ , টিলাগুলি , আমি জঙ্গি
দূর বনপথে ঝরে ঝরে যাবে রঙ্গন....
ছোটাবো তুফান ঘোড়াটি , যাবে না সঙ্গে ?
তোলো মুখ , এসো ধরো হাত, চলো সঙ্গে