সেপিয়া বর্ষা
ঝগড়া হল, কথা কাটাকাটি হল,
এলোমেলো ঝড় বইল।
ভূগোলের কিনারা বেয়ে,
আকাশ মাটি আর খাদ-উপত্যকা বেয়ে
সেপিয়া বর্ষা নামল।
দেওয়ালের মেরুদন্ডে তোর বিকিরণ,
পিঁপড়ের সারি থেমে থেমে ধায়।
বইয়ের পাতার ফাঁকে,
চাদরে জানলায় আর দেশলাইয়ের বারুদে
সেপিয়া বর্ষা নামল।
এক ঝাপটা বৃষ্টি কিন্তু জানে-
আমি তো কথা রাখার কথা জানি না।