শঙ্খ ঘোষ
সব-সময় কি ভালোই বলবে লোকে ?
মন্দ কথাও শুনতে হবে কিছু ।
তাই বলে কি ভেঙে পড়বে শোকে ?
তাতেই এমন করবে মাথা নিচু ?
এও প্রকৃতির জোয়ার ভাটার মতো
যাওয়া-আসার ছন্দ মেনেই চলে---
রাত্রি বেলায় বিরাট ছিল ক্ষত
ভোর ধুয়ে দেয় সবটা শিশির জলে।
তোর মুখটাও যদি এমন কাতর---
আমার জীবন শুন্য লাগে তবে!
আয় তো দেখি অবিশ্বাসের
পাথর সরিয়ে দুজন বাঁচি সগৌরবে !