শঙ্খ ঘোষ
তিন রাউন্ড গুলি খেয়ে তেইশ জন মরে যায়,
লোকে এত বজ্জাত হয়েছে!
স্কুলের যে ছেলেগুলো চৌকাটেই ধসে গেলো,
অবশ্যই তারা ছিল সমাজবিরোধী।
ও দিকে তাকিয়ে দ্যাখো ধোয়া তুলসীপাতা
উল্টেও পারে না খেতে ভাজা মাছটি,
আহা অসহায় আত্মরক্ষা ছাড়া
আর কিছু জানে না বুলেটরা।
দার্শনিক চোখ শুধু আকাশের তারা বটে দ্যাখে মাঝে মাঝে।
পুলিশ কখনও কোনও অন্যায় করে না তারা যতক্ষণ আমার পুলিশ।