শক্তি চট্টোপাধ্যায়
নিজের প্রাসাদ ছেড়ে কেন যে কুটিরে যেতে চাও
তা কি তুমি জানো ?
সে কি শুধু অভিজ্ঞতা হবে বলে ! দারিদ্র্যবিলাস !
না কি একদিন এই প্রাসাদ বাগিচা ছেড়ে নিশ্চিত দাঁড়াবে
গঙ্গাতীরে, এলোমেলো হাওয়ার ভিতরে।
দাঁড়াবে-কথার কথা, শুয়ে থাকতে হবে
একা একা, কোনোরূপ আসক্তিব্যতীত
হিরণ্ময় আলো অসবে তোমাকে জানাতে
অভ্যর্থনা।
নিজেও জানো না
নিজের প্রাসাদ ছেড়ে কেন যে কুটিরে যেতে চাও।
যাওয়া ভাল, যেতে পারা ভাল !