শক্তি চট্টোপাধ্যায়
হৃদয়ের মধ্যে ক্ষুধা, এতদিন পর-
এতদিন বাসযোগ্য ছিল না কি ঘর ?
হৃদয়ের মধ্যে ক্ষুধা, এতদিন পর !
দিনের দ্যোতনা শুরু, সংক্রান্তির শেষ-
ভিতরে-বাহিরে ছিলে তুমি অনিমেষ।
দিনের দ্যোতনা শুরু, সংক্রান্তির শেষ !
শেষের দিনেও ওড়ে প্রীতিপ্রদ ছাই-
হারিয়ে-ছড়িয়ে তাকে কেন কাছে পাই ?
শেষের দিনেও ওড়ে প্রীতিপ্রদ ছাই !