ছোটদের নজরুল : খোরশেদ আলম

স্বপ্রতিভ ও স্বভাব কবি নজরুল। তিনি বড়োদের দ্রোহের অগ্নিজ্বালা কবি। আর ছোটোদের জন্য উচ্ছ্বল আনন্দের সম্ভার। শিশুর সম্ভাবনাকে তিনি বিস্ময়ভরা চোখে আবিষ্কার করেছেন।  সেই বিস্ময়কে গেঁথে দিয়েছেন তাদের গোপন গভীর জগতে। তিনি জানতেন‘তুমি নও শিশু দুর্বল, তুমি মহৎ মহীয়ান জাগো দুর্বার, বিপুল বিরাট অমৃতের সন্তান।’ বাংলা-সাহিত্যের শিশুতোষ শাখাটিকে তিনি পূর্ণ করেছেন শিশুদের বিচিত্র রচনায়। শিশুদের জন্য রচিত তাঁর ছড়া, কবিতা, গল্প, গান ও নাটক আজও সমান জনপ্রিয় এবং চিরায়ত শিশুসাহিত্য হিসেবে সমাদৃত। ঝিঙে ফুল’, ‘পুতুলের বিয়ে’, ‘পিলে পটকা ও পুতুলের বিয়ে’, ‘ঘুম জাগানো পাখি’ এমনি আরও কতো রচনা।

আরও পড়ুন...