খোরশেদ আলম

বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

রঙিন চশমা

শত্রু ও বন্ধু ভালো করেই নাও চিনে 

অবশ্য তুমি একা, নেই ক্ষমতা 

কিংবা নেই দুর্বলতা 

তাই এটাই যাও সয়ে।


শত্রু চিনতে হলে তোমার থাকা চাই

একগুচ্ছ নীল পালক কিংবা রঙিন চশমা।

চশমা কেনার সামর্থ্য নেই বলে শত্রু চেনোনি

তাই রঙিন পালকের স্বপ্নও এখন ধূসর।


তোমাকে যারা মুখ ফেরায় নিরন্তর

জেনে রাখো ভান করা শত্রু তারা 

নিজেরা ভীত জেনেও তোমার ভীতির

পূজা করে আর জোগায় সাহস।