একটা এ্যাকুয়ারিয়ামে যতগুলো ইকুইপমেন্ট ব্যবহার করা হয় এটার হচ্ছে তাদের মধ্যে সবচাইতে সেনসেটিভ এবং সম্ভাব্য বিপদ জনক ডিভাইস। তাই হিটার এর ব্যাপারে সামান্য অজ্ঞতা অথবা অসতর্কতা মাছের জন্য তো বটেই আপনার নিজের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই হিটারের প্রশ্নে আপনার জ্ঞানের কোন ঘাটতি কোনভাবেই থাকা যাবেনা। আমি চেষ্টা করেছি হিটার রিলেটেড প্রতিটি ইস্যুকে যতদূর সম্ভব গভীরভাবে বিশ্লেষণ করতে এবং এর পেছনের কারণগুলো ব্যাখ্যা করতে যেন কোন কিছু অজানা না থেকে যায়।
সেই ধারাতে, প্রথম পর্বে আলোচনা করা হয়েছেঃ
-একুয়ারিয়ামে কেন হিটারের প্রয়োজন পড়ে?
-অটো হিটার বা থার্মস্টাট হিটারের বিভিন্ন অংশ সম্পর্কে বিস্তারিত বিবরণ
-সস্তা হিটারের সাথে অটো হিটার এর পার্থক্য এবং সস্তা হিটলারের ভয়াবহতা
-কত ওয়াটের হিটার আপনার অ্যাকোয়ারিয়ামের জন্য প্রযোজ্য
-কেন সঠিক ওয়াটার হিটার কেনাটা জরুরি?
দ্বিতীয় পর্বে আলোচ্য বিষয়বস্তু গুলো হচ্ছে:
কিভাবে খুব সহজে সফটওয়্যারের মাধ্যমে হিটারের Wattage নির্ণয় করা যায়
-হিটারের ভালো কিছু ব্র্যান্ড এর সাজেশন
- হিটারের বাজার মূল্য সম্পর্কে ধারণা
-কিভাবে হিটরকে অ্যাকোয়ারিয়ামে ইন্সটল করতে হয়
- হিটারের মেইনটেনেন্স
-হিটার সম্পর্কিত সর্তকতা
- কেন ব্যাকআপ ব্যাকআপ রাখবেন
ইন্ডিকেটর লাইট ঢেকে ফেলা যাবে না
বাড়তি থার্মোমিটার ব্যবহার করা
ক্লিনিক্যাল (জ্বর মাপা) থার্মোমিটার কেনা থেকে বিরত থাকুন
নিরাপত্তার স্বার্থে সবসময় ভালো মানের ইলেকট্রিক্যাল ফিক্সচার ব্যবহার করুন
নিরাপদ থাকুন