লারনার্স টাঙ্ক এখন ৪৫ হাজার সৌখিন একুয়ারিস্টের পরিবার
লারনার্স টাঙ্ক এখন ৪৫ হাজার সৌখিন একুয়ারিস্টের পরিবার
আমাদের মূল লক্ষ্য: ইথিক্যাল ফিস-কিপিং বা অ্যাকুয়ারিয়াম হবিকে সঠিক ও বোধগম্য ভাবে উপস্থাপন করে নবীন হবিয়েস্টদের পথ দেখানো
কিভাবে শুরু করবেন আপনার প্রিয় হবি- একুয়ারিয়াম
শুরুতেই আপনার উচিত হবে বিষয়টাকে ঠিকভাবে জানা, মানে থিওরি পার্ট-টা বোঝা
জানতে হবে কি কি ইকুপমেন্ট লাগবে এই হবিতে
তারপর আপনার বাজেট ক্যালকুলেশান করে নেবেন
সবশেষে কেনাকাটা করতে দোকানে যাবেন যেনো আপনি প্রতারিত না হন
অন-লাইনেও আজ-কাল সব কিছুই এভেইএবল
সঠিক পদ্ধতিতে একুয়ারিয়াম সেটআপ করার সহজ উপায়
সিস্টেমেটিক্ ভাবে আমরা একটা একুয়ারিয়াম সেটআপ করতে যাচ্ছি। সেটআপ-টা খুবই সিম্পল হবে। সঠিক পন্থায় একটা অ্যাকুয়ারিয়াম সেটআপ করার প্রতিটি ধাপ সবিস্তারে এক্সপ্লেইন করে দেখানোর চেষ্টা করেছি। যাদের একুয়ারিয়াম গুলো নষ্ট হয়ে যাচ্ছে বা মাছ মারা যাচ্ছে তারা এই সেটআপ দেখে নিজের ভুলগুলো খুব সহজে শুধরে নিতে পারেন। শুরুতেই গাছ ছাড়া কেবলমাত্র পাথর ও গাছের কাঠ দিয়ে সাজানো হবে।
কেন একুয়ারিয়াম?
ইট-পাথরের ভুবনে, আপনার পাশেই থাকবে প্রকৃতি-র ছোঁয়া
একুয়ারিয়াম একটা "লিভিং আর্ট"- প্রতি দিনই কিছু না কিছু চেঞ্জ থাকবে, নতুন কিছু পাবেন প্রতিনিয়ত
হয়তো একুয়ারিয়ামের দিকে তাকিয়ে আপনি ভুলেই যাবেন সারা দিনের ক্লান্তি
ট্যাঙ্কের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থেকে অফিশিয়াল কাজের স্ট্রেসকে রিলিজ করবেন
মাছেদের সাঁতার কাটা, খাবার খোঁজা এগুলো আপনাকে মুগ্ধ করবে, প্রাণী জগতের ব্যাপারে আপনার মমত্ববোধ বাড়বে
জলজ ইকো সিস্টেম-এর একটা স্বচ্ছ ধারণা পেয়ে যাবেন, বুঝবেন সৃষ্টিকর্তার পৃথিবীতে সবকিছুর একটা রোল আছে
সিস্টেমেটিক ভাবে অ্যাকুয়ারিয়াম হবিকে সবার কাছে উপস্থাপন করা
হলিসস্টিক্যালি অ্যাকুয়ারিয়াম হবিকে বুঝতে সাহায্য করা
ইথিক্যাল ফিস-কিপিং প্রমোট করা
অ্যাকুয়ারিয়াম এর জন্য প্রয়োজন সকল ইকুইপমেন্ট ও ম্যাটেরিয়াল এর সাথে পরিচয় করিয়ে দেয়া
সল্প-খরচে অ্যাকুয়ারিয়াম সেট-আপ করতে প্রয়োজনীয় গাইড-লাইন দেয়া
অ্যাকুয়ারিয়াম হবি’র সাথে সম্পর্কিত সম্ভাব্য বিভিন্ন প্রতারণার বিষয়ে অবহিত করা
বহুল প্রচলিত ভুল গুলোকে তুলে ধরে অ্যাকুয়ারিয়াম হবিতে সফল হতে সাহায্য করা
“প্রাণী নিষ্ঠুরতা”র বিষয়ে হবিয়েস্টদের সচেতন করা
নবীন হবিয়েস্টদের সব ধরনের সন্দেহ/ সংশয় দূর করা
অ্যাকুয়ারিয়াম বিষয়ক ট্রাবল-শ্যুটিং-এ যথাসাধ্য সহায়তা করা
উদারমনা সদস্যদের নিয়ে অ্যাকুয়ারিয়াম হবি বেইসড কমিউনিটি গড়ে তোলা
সরঞ্জামাদি কেনার আগে যা জানতে হবে
নতুন একুরিয়ামে মাছ মারা যাওয়ার কারন
অ্যাকুয়ারিয়াম ফিল্টার সিস্টেম
Planted Jar after 5 months
এই পেইজটি-তে আমি আমার YouTube চ্যানেল "লারনার্স টাঙ্ক"-এর কন্টেন্টগুলোকে সাজিয়ে উপস্থাপন করেছি। পেইজটি এখনো নির্মাণাধীন, আপনাদের পরামর্শ চাই।