অ্যাকুয়ারিয়ামের অ্যাকুয়াটিক প্লান্টস কেনার জন্য বা ফ্রি প্ল্যান্টস কালেক্ট করতে নিচের অপশন গুলো ট্রাই করতে পারেন:
কাঁটাবনে সব সময় কিছু কমন/লোকাল প্লান্টস দোকানে কিনতে পাওয়া যায়। তবে এ ক্ষেত্রে সতর্ক থাকতে হবে অনেক দুষ্ট দোকানদার আপনাকে আজেবাজে গাছপালা অ্যাকুয়াটিক প্লান্টস এর নামে গছিয়ে দিয়ে মুরগি বানাতে চাইবে।
কিছু রেপুটেড লোকাল ফিস স্টোর বা সমগোত্রীয় কিছু বড় দোকান প্রতিনিয়ত শিপমেন্ট এর মাধ্যমে বিদেশ থেকে গাছ ইমপোর্ট করে বিক্রি করে।
Nature Aquatics ( https://www.facebook.com/NatureAquaticsBD/ )
Atlantis ( https://www.facebook.com/atlantisaquabd/ )
Aqua Den ( https://www.facebook.com/AquaDenBd/ )
ইমপোর্টেড প্লান্টস গুলোর কোয়ালিটি অত্যন্ত ভালো, কিন্তু সেই সাথে দামটা একটু উঁচু হবে আরকি। আর কমার্শিয়ালি ইমার্সড গ্রোন প্ল্যান্টগুলোর ক্ষেত্রে মেল্টিং ইস্যু থাকবে, তাই ধৈর্য রাখতে হবে।
নিচে দেয়া ফেইস-বুকের Groupগুলোতে সাবস্ক্রাইব করে রাখতে পারেনঃ
এই গ্রুপ গুলোতে অনেকে প্লান্টস Give Away করে থাকেন তাদের কাছে থেকে সরাসরি সংগ্রহ করতেে পারেন। অনেকে উপরোক্ত Groupগুলোতে “সেল” পোস্ট দেন বা এক্সচেঞ্জ অফার দেন, তাদের কাছে থেকে সরাসরি কিনে নিতে পারেন। এভাবে কিনতে পারলে আপনি দোকান গুলোর চাইতে অনেক সস্তায় প্লান্টস পেতে পারেন তবে ডাউন সাইড হল এই প্লান্টস গুলো এলজি বা স্নেইলস ফ্রী কিনা দেখে কিনতে হবে আপনাকে।
বর্ষাকালে আপনার আশেপাশের ধানক্ষেত, জলাধার, বিল অথবা নদী-নালায় অনেক অ্যাকুয়াটিক প্লান্টস খুঁজে পাবেন, সেগুলো সহজেই সংগ্রহ করতে পারেন।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশিরবিন্দু।
এরিও-কোলন আমার খুব পছন্দের একটা অ্যাডভান্স লেভেলের প্লান্ট। বেড়ে ওঠার জন্য হাইলাইট এবং হাই সিওটু প্রয়োজন। আমার বাসার বাগান থেকে কালেক্ট করা . যেভাবে সংগ্রহ করেছি এরিও-কোলন জানতে দেখুন ভিডিওটিl আমার বাসার বাগান থেকে কালেক্ট করা এই অ্যাডভান্স প্লান্ট টা কে কিভাবে আমি বড় করেছি এবং কিভাবে প্রোপাগেট করেছি সেটা দেখানোর চেষ্টা করেছি