সাধারণতঃ অ্যাকোয়ারিয়ামে দিন-রাত 24 ঘণ্টা ফিল্টার রান করতে থাকে। যার ফলে পানিতে থাকা এমোনিয়া প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে নাইট্রেট হয়ে যাচ্ছে। একইসাথে ছেলেটারে দেয়া সিন্থেটিক কটন বাতুলতা ক্রমশ জমছে বিভিন্ন ময়লা। তাই প্রতি সপ্তাহে অথবা অল্টারনেটিভ সপ্তাহে ফিল্টারে মেইনটেইন করা জরুরি
ফিল্টারের সিন্থেটিক কটন এর পরিবর্তে সাধারণ তুলা কেন ব্যবহার করা যাবেনা
ফিল্টারের সিন্থেটিক কটন এর পরিবর্তে সাধারণ তুলা কেন ব্যবহার করা যাবেনা, সেটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি এই ভিডিওতে। অনেকে আবার ফোম ব্যবহার করেন, সেটাও কিন্তু ঝামেলার কারণ হতে পারে।
সিন্থেটিক কটন ফিল্টারে ব্যবহারের জন্য সবচাইতে ভালো, আর এটা দুষ্প্রাপ্য তেমন কিছু নয়। কোথায় কিভাবে কিনতে পারেন এই তথ্যও দিয়েছি