SOBO 320F কে ব্যবহার করে কিভাবে DIY CO2 ডিফিউজার তৈরি করা যায়
কমপ্লিট CO2 সিস্টেম সেটআপ প্রক্রিয়া
CO2 সিস্টেম ওয়ার্কিং প্রিন্সিপল
প্রেশার গেজ-এর ফাংশান
সলিনয়েড-এর ফাংশান
অনেকেই ধারণা করে থাকেন যে প্লান্টেড ট্যাংকের জন্য একটা প্রেসারাইসড CO2 হয়তো অনেক খরচ বহুল বিষয় হবে। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে মনে হয়েছে যে একটু হালকা ঝামেলা মেনে নিলে মোটামুটি অল্প খরচেই একটা প্রেসারাইসড কার্বন-ডাই-অক্সাইড সিস্টেম এফোর্ড করে ফেলা যায়।
2018 সালে আমি এরকম একটা সিস্টেম দাঁড় করাই এবং চমৎকার ফল পেয়েছি। যদিও অনেক বছর পেরিয়ে গেছে কিন্তু আপনি যদি অটোমেটিক ভাবে অন অফ হওয়ার সুবিধা অর্থাৎ সলিনয়েড কে স্যাক্রিফাইস করতে পারেন তাহলে আজও আপনি সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে একটা কার্বন-ডাই-অক্সাইড সিস্টেম দীপ্তি ইন্সটল করতে পারবেন বলে আশা রাখি।
May 7, 2018 তারিখে তৎকালীন বাজারদরের উপর ভিত্তি করে বাজেট CO2, কিভাবে সেটআপ করবেন? তার ডিটেইলস পাবেন এই ভিডিওতে, আমার ১ মাস আবসার্ভেশানের আলোকে.......
CO2 গ্যাস সিলিন্ডার (৩ কেজি)- ১৬০০ টাকা (লিভার টাইপ ভাল্ভ)
CO2 গ্যাস রেগুলেটর - 2500 টাকা (Made in Malaysia)
(সলিনয়েড ছাড়া ) CO2 রেজিস্টেন্ট এয়ার লাইন টিউব (৮ মিলি)- ২০ টাকা
নিউমেটিক ভাল্ভ (৮ মিলি)- ১০০ টাকা
চেক ভাল্ভ- ৪০ টাকা (aliexpress.com) (KB তে ১০০ টাকা পড়তে পারে)
স্যালাইন কিট- ২৮ টাকা
SOBO 320 f পাওয়ার ফিল্টার- ২৫০ টাকা (ডিফিউসার হিসেবে ব্যাবহৃত)
মোটঃ ৪৫১০ টাকা
অনেকেই প্রেশারাইজড কার্বন ডাই অক্সাইড এর সিলিন্ডার দিয়ে কতদিন চলে সে বিষয়ে জানতে চেয়েছেন। আসলে একটা প্লান্টেড ট্যাংকে কার্বন-ডাই-অক্সাইড কি পরিমানে খরচ হবে সেটা নির্ভর করে নিচের বিষয়গুলোর উপরেঃ
ট্যাংকের আকৃতি যত বড় হবে কার্বন-ডাই-অক্সাইড খরচের পরিমাণ তত বেশি হবে
পুরো ট্যাংকের কত অংশ জুড়ে গাছপালা রয়েছে?
গাছগুলোর প্রকৃতি কেমন অর্থাৎ তাদের কার্বন ডাই অক্সাইড এর চাহিদা কেমন?
ফার্টিলাইজার দেয়া হয় কিনা?
কি ধরনের লাইটিং ব্যবহার করা হয় এবং কত ঘন্টা ধরে লাইট দেয়া হয়?
কার্বন-ডাই-অক্সাইড খরচের পুরো বিষয়টি আপেক্ষিক অর্থাৎ উপরের সবগুলো বিষয়ের উপরে এই খরচের হার নির্ভর করে।