১০দিনের বাচ্চা মোটামুটি দেখতে পাবেন পরিষ্কার। তখন ডাফনিয়া দিবেন। ডাফনিয়া কালচার করা সোজা এবং ব্রাইন শ্রিম্পের চেয়ে কম ঝামেলার বিধায় আমি ডাফনিয়া খাওয়ানোই ভালো মনে করি। এভাবে বাচ্চাকে ডাফনিয়া খাইয়ে যাবেন এবং নিয়মিত নিচের ময়লা শিফন করে ফেলবেন। অবশ্যই ওয়াসার সাপ্লাইয়ের পানি ১দিন এয়ারস্টোন দিয়ে রেখে দিয়ে তারপর বাচ্চার ট্যাঙ্কে দিবেন, কারণ সাপ্লাইয়ের পানিতে প্রায়ই ক্লোরিন থাকে, যা বাচ্চা একদমই সহ্য করতে পারেনা। সম্ভব হলে কোন এস্টাব্লিশড ট্যাঙ্কের পানি ব্যবহার করেন। বাচ্চা বড় হলে নিয়মিত ডাফনিয়া খাওয়ানোর পাশপাশি মাঝে মাঝে পেলেট ফুড খাওয়ানোর অভ্যাস করবেন। পেলেট হিসেবে অপটিমাম মাইক্রো পেলেট ব্যবহার করতে পারেন। মাস দুয়েক পর বেট্টার বাচ্চারা নিজেদের মধ্যে মারামারি শুরু করলে বাচ্চাকে আলাদা আলাদা ছোট জারে রাখবেন। ফিমেল অনেকগুলা একসায়হে থাকতে পারবে সমস্যা নাই। এভাবে কেয়ার করতে থাকলে ৪ মাসের মধ্যে আপনার বেট্টা এডাল্ট হয়ে যাবে।