এই পর্বে অ্যাকুয়ারিয়াম এর জগতে যারা প্রথম বারের মতো আসতে চাচ্ছেন তাদের তাদের জন্য step-by-step কি কি করতে হবে তার সবকিছু নিয়ে আলোচনা করা হয়েছে। নবীন সদস্য এই ভিডিও দেখে অ্যাকুয়ারিয়াম শুরু করলে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন না এবং মাছকে বাঁচিয়ে রাখতে সক্ষম হবে বলে আশা রাখি। এই ভিডিওতে দেখানো রোডম্যাপ ফলো করলে খুব সম্ভবত আপনি অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাআল্লাহ।
প্রয়োজনীয় সকল বিষয়কে সামগ্রিকভাবে আলোচনা করা হয়েছে কিন্তু প্রতিটি বিষয়ের আরো গভীরে যেতে চাইলে তার জন্য প্রয়োজনীয় ভিডিও আমাদের এই চ্যানেল এ রয়েছে দেখে নিতে পারেন
একুয়ারিয়াম কে সফল করতে হলে কোন না কোন মেডিসিন লাগবেই যদি এই থিউরিতে বিশ্বাস করে থাকেন তাহলে আমার বিশ্বাস যে হয়তো এই ভিডিওটি আপনার চোখ খুলে দিতে সক্ষম হবে
আপনার অ্যাকোয়ারিয়াম এ মাছ ক্রমাগত যদি মরতে থাকে তাহলে তাদেরকে বাঁচানোর জন্য মেডিসিন প্রয়োগ করে কোন লাভ নেই, কারণ আপনি একটু ঠিকমতো বিচার-বিশ্লেষণ করে দেখুন হয়তো আপনার অ্যাকোয়ারিয়াম ফিল্টার টা ঠিক নেই অথবা প্রয়োজনীয় নাইট্রোজেন সাইকেল কমপ্লিট না করেই মাছ ছেড়ে দিয়েছেন এরকম বেসিক ভুলগুলো জড়িয়ে রয়েছে।
অ্যাকোয়ারিয়ামের দোকান থেকে মেডিসিন নামের যে বিষাক্ত পদার্থগুলো ধরিয়ে দেয়া হয় সেগুলোই প্রকারান্তরে আপনার মাছের মৃত্যুর একটা অন্যতম কারণ বলে আমি মনে করি।
সালমান ভাই একটা কথা বলে থাকেন যে আপনার জ্বর হতে পারে এটা ভেবে আপনি কিন্তু প্রত্যেকদিন একটা করে প্যারাসিটামল খেতে থাকেন না বরং যেদিন আপনার জ্বর হয় তখন আপনি প্যারাসিটামল খান, মাছের জন্য ব্যাপারটা সেইরকম।
মাছ অসুস্থ হলে তাকে মেডিসিন দেয়া যেতে পারে কিন্তু অসুস্থ হয়ে যাবে এই আশঙ্কায় পানিতে আপনি আজাইরা লাল নীল বিষাক্ত পানি ঢালতে থাকলেন সেটা কখনোই কোন স্মার্ট পদক্ষেপ হতে পারে না
"বিশ্বাস" জিনিসটা এ দেশে বিরল। কাঁটাবন- দেশের টিপিক্যাল দোকানগুলোর মতই। এরা সব্বাই ঝোপ বুঝে কোপ মারতে ওস্তাদ। যদি টের পায় যে, আপনি দাম সম্পর্কে কোনও আইডিয়া রেখেন না, তাহলেই হয়েছে। গলা কেটে ৪-৫ গুন দাম রেখে দেবে। তাই আপনি কি কিনতে চাইছেন সেটা মনঃস্থির করুন। এর পর https://www.facebook.com/groups/bangladeshaquarists/ -এ একটা হেল্প-পোস্ট দিয়ে প্রাইস রেঞ্জ সম্পর্কে ধারণা নিন। তারপর দোকানে যান।
কিছু ফিক্সড প্রাইস এর দোকান রয়েছে, যারা দাম অন্যদের চাইতে ২৫-৩০% বেশি রাখবে। সেটাও ভালো, এট-লিস্ট গলা তো আর কাটলো না।
আরো একটা দুষ্টু বুদ্ধি রয়েছে। ফিক্সড প্রাইসের দোকানে গিয়ে দাম সম্পর্কে একটা আইডিয়া নিন- তার পর অন্য দোকানগুলোতে ঘুরে ঘুরে দাম কমিয়ে দর-কষাকষি করুন।
বাই দি ওয়েঃ https://www.facebook.com/annooraquarium -এ আমি তুলনামূলক ভাবে কমফোর্টেবল ফীল করেছি, তবে তাদেরও রেকমেন্ড করছি না, ওনারা আমাকে ঠকায়নি বলে আপনাদেও ছেড়ে দেবে সেই গ্যারান্টি নাই। আপনি নিজে যাচাই বাছাই করে দর-কষাকষি করুন, ঠকতে যাবেন না।
শুভ কামনা।
কাইন্ডলি নিচের ফেসবুক group-এর মেম্বার হয়ে যানঃ
Bangladesh Aquarists: https://www.facebook.com/groups/bangladeshaquarists
Club Aquaria Bangladesh: https://www.facebook.com/groups/Club.Aquaria.Bangladesh/
Bangladesh Aquarium Fish keepers' Society: https://www.facebook.com/groups/188189734876065/
Group-এ আপনার সমস্যা পোস্ট করুন, অনেক স্পেশালিস্ট ভাই রয়েছেন, যারা অনেক হেল্পফুল, অনেক নলেজেবল। উনারা আপ্রোপ্রিয়েট সলুশান দেবেন, ইন-শা-আল্লাহ। অনেক বিষয়ে জানার জন্য তো আমি নিজেই ওখানে হেল্প-পোস্ট দেই। সেইসাথে আমাকেও ট্যাগ করে দিতে পারেন। আমি রেগুলার বেসিসে Group-এ নজর রাখি।
আস-সালামু আলাইকুম,
অনেকেই পার্সোনাল মোবাইল নম্বারের জন্য রিকোয়েস্ট করে থাকেন।
ভাই, বিনয়ের সাথে জানাতে চাই, চাকুরিগত ব্যাস্ততা, সংসার সামলানো, বাচ্চাদের সময় দেয়ার পর হাতে আর সময় পাই না একেবারেই। তার উপর আমার নলেজও খুব সীমিত। কাজেই মোবাইলে এক এক করে সবার সমস্যাগুলো শোনা, তার সমাধান খুঁজে দেয়ার মতো সময় আসলেই ম্যানেজ করতে পারছিনা, সেজন্য ক্ষমাপ্রার্থী।
আমার পরামর্শের জন্য ইউটিউব এর কমেন্টে এলিখুন, ছোটখাটো অবসর পেলে আমি ইউটিউব এর কমেন্ট গুলোর জবাব দিয়ে ফেলি। আমার আত্মপক্ষ সমর্থনে নিচের ভিডিওটি করে রেখেছি, এটা দেখলে আশা করি আমার সীমাবদ্ধতাটুকু অনুধাবন করতে পারবেন এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ইন-শা-আল্লাহ।
সবশেষে সবার জন্য সাজেসানঃ
কাইন্ডলি নিচের ফেসবুক Groups-এর মেম্বার হয়ে যানঃ
Bangladesh Aquarists: https://www.facebook.com/groups/bangladeshaquarists
Club Aquaria Bangladesh: https://www.facebook.com/groups/Club.Aquaria.Bangladesh/
Bangladesh Aquarium Fish keepers' Society: https://www.facebook.com/groups/188189734876065/
Group-এ আপনার সমস্যা পোস্ট করুন, অনেক স্পেশালিস্ট ভাই রয়েছেন, যারা অনেক হেল্পফুল, অনেক নলেজেবল। উনারা আপ্রোপ্রিয়েট সলুশান দেবেন, ইন-শা-আল্লাহ। অনেক বিষয়ে জানার জন্য তো আমি নিজেই ওখানে হেল্প-পোস্ট দেই।
সেইসাথে আমাকেও ট্যাগ করে দিতে পারেন। আমি রেগুলার বেসিসে Group-এ নজর রাখি।
আপনার সফলতা কামনা করছি।
ছুটিতে যাবার আগে একুয়ারিয়ামের জন্য করণীয়ঃ
১- কিভাবে ভ্যাকেশানে থাকাকালীন মাছকে খাওয়াবেন?
২- ছুটিতে থাকাকালীন ট্যনাকের লাইট
৩- ছুটিতে থাকাকালীন CO2 নিয়ে কি করবেন
৪- কিছু প্রো-টিপ্স ;)