গাপ্পি মাছ ভিভিপেরাস ধরণের অর্থাৎ সরাসরি বাচ্চা প্রসব করে।গাপ্পি মাছের পুরুষ বা স্ত্রী কারোরই পেরেন্টাল কেয়ার দেখতে পাওয়া যায় না। বাচ্চা হবার পরপরই স্ত্রী ও পুরুষ মাছ নিজেদের বাচ্চা খেয়ে ফেলে। তাই মাছের পোনাকে ব্রুড মাছের থেকে আলাদা রাখতে বিভিন্ন পদক্ষেপ নিতে হয়।। এর জীবনকাল ৩-৪ বছর। পুরুষেরা জন্মের সাত সপ্তাহের মধ্যেই পরিণত হয়ে থাকে, স্ত্রীরা জন্মের ১০-২০ সপ্তাহের মধ্যেই বাচ্চা প্রসবে সক্ষমতা অর্জন করে এবং টানা ২০-৩৪ মাস পর্যন্ত এই সক্ষমতা বজায় থাকে।মায়েরা একবার প্রজননে অংশ নেয়ার পর প্রাপ্ত শুক্রাণু একসাথে ব্যবহার না করে কয়েক দফায় ব্যবহার করতে পারে। প্রাপ্ত শুক্রাণু এরা পরবর্তীতে ব্যবহারের উদ্দেশ্যে ছয় মাস পর্যন্ত ডিম্বনালীতে সঞ্চিত করে রাখতে পারে।
এ্যাকুয়ারিয়ামে সহজেই এদের প্রজনন করানো যায়। তবে পরিণত মাছেরা সদ্যজাত বাচ্চা খেয়ে ফেলে বিধায় নিষেকের পরপরই পুরুষদের এবং প্রসবের পরপরই মায়েদের আলাদা এ্যাকুয়ারিয়ামে স্থানান্তর করতে হয়। দক্ষিণ ও মধ্য আমেরিকার শান্ত (peaceful) ও শক্ত (hardy) প্রকৃতির ছোটমাছ গাপ্পি। সারা পৃথিবীর মত আমাদের দেশেও এটি একটি জনপ্রিয় বাহারি মাছ (Akhter, 1995)। শুরুতে সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আমাদের দেশে আমদানি করা হলেও বর্তমানে দেশেই সফলভাবে এর প্রজনন করানো সম্ভব হয়েছে।