কমিউনিটি ট্যাংকে মাছ-কে খাবার দেবেন যেভাবে
একুরিয়ামের মাছের খাবার খাওয়ানোর ব্যাপারে কিছু মূলনীতি রয়েছে যেগুলো অবশ্যই অবশ্যই মেনে চলা উচিতঃ
প্রথমতঃ ওভার ফিডিং না করা।
আমরা এ্যাকুয়ারিয়ামে যে মাছগুলো পারি তার অধিকাংশই প্রকৃতিতে রয়েছে। তারা যখন প্রাকৃতিক পরিবেশে থাকে তখন কিন্তু রুটিন করে দিনে দুইবার বা তিনবার খাবার পায় না। পরিস্থিতির উপর তাদের খাবার প্রাপ্তির ফ্রিকোয়েন্সি ডিপেন্ড করে। কাজেই এই জিনিসটাকে আমাদের একেবারে ঠকে ফেলে দেয়ার প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। প্রকৃতিতে হয়তো দুবেলা খায় এক বেলা খেতে পারে না, ওভার ফিডিং এর সম্ভাবনা অনেকটাই কম।
কিন্তু এই মাছ যখন আমাদের ভালোবাসার একুয়ারিয়ামে চলে আসে, আমরা তখন ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে যতবার মাছের সামনে গিয়ে দাঁড়ায় ততবার তাদের খাওয়াতে থাকি। যেটা সব সময় মাছের জন্য সুখকর পরিণতি বয়ে আনতে পারে না সব সময়। যতগুলো বেটা বা ফাইটার মাছ প্রতিবছর বাংলাদেশের একুয়ারিসটদের হাতে মারা যায়, তার প্রথম এবং প্রধান কারণ ওভার ফিডিং। সৃষ্টিকর্তা যে জিনিসকে যেমন ভাবে সৃষ্টি করেছেন সেটাকে সেভাবে রাখাটাই সবচাইতে সাইন্টিফিক। একুয়ারিয়াম- এর মাধ্যমে আমরা সৃষ্টিকর্তার প্রকৃতিকে নিজেদের ড্রইংরুমে মিমিক করার চেষ্টা করি। খাবার ব্যাপারেও বিষয়টা তেমনটি হলে ভালো হয়। মাছকে আন্ডার ফিডেড রাখুন, ওভার ফিড একেবারেই নয়।
সমাধানঃ একুরিয়ামের মাছ খেয়ে খাওয়ানোর জন্য একটা পদ্ধতি আজও অনুসরণ করা হয়ে থাকে সেটা হচ্ছে- পাঁচ মিনিট রুল। সুস্থ মাছ 5 মিনিটে যতটুকু খাবার খেতে পারে ততটুকু খাবার দিনে দুইবার খাওয়ানো। তবে এই সূত্রও যে স্বতঃসিদ্ধ তা নয় কিন্তু। অনেকে বলে থাকে মাছ প্রথম 30 সেকেন্ডে যতটুকু খাবার খায় ততটুকু আবার তাকে দিনে দুইবার দিতে হবে। আসলে সকল মাছের খাবারের প্যাটার্ন এক নয়। যেকোনো পাঙ্গাশ চাষের পুকুরে গেলেই আপনি দেখতে পারবেন পাঙ্গাস মাছ কত দ্রুত খেয়ে থাকে সেই তুলনায় দেশি রুই কাতলা অনেক ধীর গতিতে খায়। তাই এই ক্ষেত্রে কত সেকেন্ড বা কত মিনিটের খাবার আপনি মাপকাঠি হিসেবে ধরবেন সেটা নির্ভর করছে মাছের ফুড প্যাটার্ন-এর উপর। আরও একটা বুদ্ধি এরকম হতে পারে যে- মাছের পেটের দিকে নজর রাখা। আপনি যখন দেখবেন মাছের পেট একটু গোল হতে শুরু করেছে আপনি ধরে নেবেন তার পেট পূজা শেষ। এভাবে 21 দিন অবজার্ভ করে আপনি আপনার একুরিয়ামের মাছ গুলোর খাবারের টাইমিং টা বের করে ফেলতে পারবেন আশা করি।
দ্বিতীয়তঃ মাছ খেয়ে তার প্রকৃতি অনুযায়ী খাবার পরিবেশন করুন।
একটা কমিউনিটি ট্যাংকে ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ আমরা রাখি। আর আমরা জানি বিভিন্ন মাছ পানির বিভিন্ন স্তরে থাকে। প্রাকৃতিকভাবেই তারা নিজেদের স্তরে থেকে খাবার খুঁজে নেয়। খুব সহজ একটা উদাহরণ যেমন করিডোরাস মাছ পানির নিচের স্তরের, তাই স্বাভাবিকভাবেই এরা সাবস্ট্রেট এর উপরে খাবার খুঁজতে থাকে। আবার গাপ্পী-মলি-প্লাটি এরা পানির উপরের স্তরের মাছ, স্বাভাবিকভাবেই এরা পানির কুকুরের সাথে মিশে থাকা খাবার পছন্দ করে বা সেখানে তাদের খাবার খোঁজ করে।
আপনার ট্যাংকে যদি কেবলমাত্র গাপ্পি মাছ থাকে তাহলে কোন সমস্যা নেই ফ্লোটিং ফুড দিয়ে দিলেই কাজ শেষ। তেমনি ভাবে আপনার ট্যাংকে যদি শুধুমাত্র করিডোরাস ক্যাট ফিশ থেকে থাকে তাহলে আপনাকে সিঙ্কিং প্যালেট দিতে হবে। কিন্তু এরা যখন একসাথে এক ট্যাংকে থাকবে তখন সমস্যা এটাই হবে যে যখন আপনি ফ্লোটিং খাবার পানির উপরে তার খেতে দেবেন প্রতিবার গাপ্পি সেগুলো সাফ করে ফেলবে কোনভাবেই করিডোরাস ক্যাট ফিশ সেগুলোতে ভাগ বসাতে পারবে না। আবার আপনি যদি শুধুমাত্র সিঙ্কিং প্যালেট ঢালতে থাকেন তাহলে দেখবেন গাপ্পি মাছ উপরের লেভেলে ঘুরে বেড়াচ্ছে তার খাবার খুঁজে পাচ্ছে না। কাজেই আপনাকে স্ট্রেটিজি গাড়ি খাবারগুলো খাওয়াতে হবে। যেমন এধরনের ক্ষেত্রে আপনি লাইট অফ করে কিছু প্যালেট যদি ছেড়ে দেন তাহলে সেগুলো ধীরে ধীরে অ্যাকোয়ারিয়ামের দলে চলে যাবে এবং করিডোরাস ক্যাট ফিশ সেগুলো খেতে পারবে।
তৃতীয়তঃ প্রতি সপ্তাহের খাবারে ভ্যারিয়েশন রাখা
আমরা অনেকেই কস্ট কাটিং এর দিকটা চিন্তা করে, সেই যে একটামাত্র প্যাকেট মাছের খাবার আনি সেটা শেষ হওয়া পর্যন্ত আর দ্বিতীয় প্যাকেটের দর্শন মেলে না। আসলে আমরা বাসাতে যেরকম প্রত্যেক বেলায় কি তরকারি খেলে বোর হয়ে যাই, মাছের ক্ষেত্রেও বিষয়টা অনেকটা তাই। তাই আমার পরামর্শ থাকবে অন্তত তিন ধরনের খাবার রাখবেন। উদাহরন হিসেবে এক প্যাকেট প্যালেট, এক প্যাকেট ওয়েফার, আর একটাকে ড্রাই ওয়ারম/টিউবি ফ্লেক্স পালা করে খাওয়ানো যেতে পারে। একই ব্র্যান্ডের খাবারের পুষ্টি উপাদানগুলো একেক রকম। তাই মিক্স করে খাওয়ালে এতে করে যেমন মাছের পুষ্টি পূর্ণ হবে, অপরদিকে মাছ আগ্রহ নিয়ে খেতেও পারবে।
চতুর্থতঃ মাছের মুখের আকৃতি উপর নির্ভর করে খাবারের দানা বা পিলেট এর আকৃতি নির্ধারণ করা।
যে মাছের মুখ ছোট তারা তাদের মুখের থেকে বড় আকৃতির খাবার খুব সহজে গ্রহণ করতে পারবে না বারবার একটু একটু করে ছিড়ে নিতে হবে যেটা তার জন্য অন্যান্য বড় মুখের মাছের সামনে প্রতিযোগিতায় ফেলে দেবে, আর বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বেচারাকে অভুক্ত থেকে যেতে হবে। ছোট মুখে মাছতে মাইক্রো প্যালেট দেয়াটা বুদ্ধিমানের যদি তারা কমিউনি ট্যাঙ্কে থাকে।
খাবার দেয়ার কৌশলঃ
খাবারকে একজায়গায় না দিয়ে অ্যাকোয়ারিয়ামের বিভিন্ন কোনায় ছড়িয়ে দেয়া যেন সব মাছ তাদের নাগালের মধ্যে খাবার পায় এবং খাবার নিয়ে বড় মাছের সাথে প্রতিযোগিতার সম্মুখীন হতে না হয়।
জীবন্ত খাবারঃ
জীবন্ত খাওয়া বা লাইভ ফুড, যে কোন মাছের জন্য সবচাইতে বেশি পুষ্টিকর সে বিষয়ে সন্দেহ নেই। কিন্তু একই সাথে জীবন্ত খাবারের মাধ্যমে পরজীবী র আক্রমণ হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যায়। কাটাবনে লাইভ টিউবি ফ্লেক্স মোটামুটি অল্প খরচের মধ্যেই আপনি পেয়ে যাবেন কিন্তু পরজীবীর আক্রমণে থেকে বাঁচবার গ্যারান্টি কেউ আপনাকে দিতে পারবে না। সে দিক থেকে আমি বলব- ফ্রজেন বা শুকনা টিউবি ফ্লেক্স দিয়ে কাজ সারা যেতে পারে।
পরিশেষে একটা কথাই বলবো আপনার অ্যাকোয়ারিয়ামের মাছ আপনার পরিবারের একজন সদস্যের মতো হওয়া উচিত। সৃষ্টিকর্তা এই মাছের খাবারের বিষয়টা আপনার হাতে ছেড়ে দিয়েছেন, আপনি এদের অভিভাবক। চাঁদনী আমরা যারা অ্যাকোয়ারিয়াম হবি কে ভালবাসি তাদের উচিত মাছের খাবারের ব্যাপারে সতর্ক থাকা এবং বিষয়টাকে যত্নের সাথে পালন করা। একই সাথে মাছ খাবার খাওয়ানো একজন আকোয়ারিস্ট সবচাইতে বেশি এনজয় করে থাকে। হয়তোবা মাস শেষে আপনার পকেট থেকে কিছু টাকা বেশি বেরিয়ে যাবে,কিন্তু সেটা আপনার মাছের সুস্বাস্থ্যের চেয়ে বড় কিছু নয়। ভালো থাকবেন, হ্যাপি ফিশকিপিং
Are they carnivores, herbivores, or omnivores?
Do they prefer to eat dry prepared foods, frozen foods, or live foods?
What size food best fits in their mouths?
Do they need floating or sinking foods? (Some fish eat from the top, middle, or bottom of the aquarium.)
Is the food tasty to your fish, and does it get eaten quickly?
If you are planning on traveling out of town or going on vacation, you may not need to worry. Adult fish can often go one week without any food, depending on their size, metabolism, and the water temperature. However, if you have a tankful of newborn fry that require constant feedings, it may be best to set up an automatic fish food feeder or find a pet sitter who can take care of their needs.
Most fish are fine with being fed once a day, but you can also choose to feed them two smaller meals a day for more enjoyment.
Growing babies and slow grazers often need access to constant food, so you may need to feed them three to five tiny meals each day or a long-lasting food like Repashy gel food that doesn’t break down as quickly in water.
You often hear general guidelines like, “Feed as much as your fish can eat in 5 minutes,” while others insist that 30 seconds is all the time their fish need to wolf down their meals. The reason that opinions vary so greatly is because some animals are fast eaters and others are very slow. Even individuals of the same species can have different feeding behaviors.
A better way to judge the appropriate portion size for your fish is by observing the roundness of their bellies from both the top and side views.
you should aim to feed your fish until they have a slightly rotund abdomen. Of course, this may be difficult to determine with naturally round animals, like certain goldfish and balloon mollies, so look online to find pictures of healthy fish as a reference point.