আজকাল অনেক অল্প খরচেই চমৎকার প্রেসারাইজড কার্বন-ডাই-অক্সাইড সিস্টেম ম্যানেজ করা সম্ভব। আগে রেগুলেটর কাটা-বন থেকে অনেকটা গলাকাটা দামে কিনতে হতো বলে 15000 টাকার নিচে পুরো সিস্টেম কোনভাবেই কেনা যেত না। আজ aliexpress.com এর কল্যাণে কাঁটাবনের মনোপলি শেষ হয়েছে। অনেক চায়না থেকে এগুলো ইমপোর্ট করে অনেক সহনীয় দামে বিক্রি করছে। তাইপ্রেসারাইজড কার্বন-ডাই-অক্সাইড সিস্টেম মাত্র সাত থেকে আট হাজার টাকা দিয়ে কেনা সম্ভব হয়ে উঠেছে। এই ভিডিওতে একটা আধুনিক এবং ইউজার ফ্রেন্ডলি কার্বন-ডাই-অক্সাইড সিস্টেম এর বিস্তারিত দেখানো হয়েছে
কমপ্লিট CO2 সিস্টেম সেটআপ প্রক্রিয়া
CO2 সিস্টেম ওয়ার্কিং প্রিন্সিপল
প্রেশার গেজ-এর ফাংশান
সলিনয়েড-এর ফাংশান
কোথা থেকে কিনবেন?
কি স্পেসিফিকেশন দেখে কিনবেন?
দাম কত পড়তে পারে? এগুলো নিয়েই সাজানো হয়েছে
অনেকে www.aliexpress.com থেকে Pressurized CO2 রেগুলেটর কেনার সময় কনফিউসড হয়ে যান যে কি কি স্পেসিফিকেশান সিলেক্ট করবেন, তাই আমার গাইড লাইনঃ
আপনি খুব সহজেই ঘরে বসে আনিয়ে নিতে পারবেন www.aliexpress.com এর মাধ্যমে। সেক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে একটি ক্রেডিট কার্ডের। লিঙ্কঃ দেয়া আছেl
যদি আপনার কাছে ক্রেডিট কার্ড না থেকে থাকে তাহলে আপনি ফেসবুকে বিভিন্ন গ্রুপ রয়েছে যারা কিছু এক্সট্রা চার্জ এর বিনিময় আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে দেয় তাদের সাহায্য নিতে পারেন। আমি একজন সৌখিন মানুষ মাত্র, ব্যবসায়ী নই, তাই আপনাকে কিনতে সাহায্য করতে পারছি না।
CO2 গ্যাস সিলিন্ডার (৩ কেজি)- ১৬০০ টাকা (লিভার টাইপ ভাল্ভ)
CO2 গ্যাস রেগুলেটর - 2500 টাকা (Made in Malaysia)
(সলিনয়েড ছাড়া ) CO2 রেজিস্টেন্ট এয়ার লাইন টিউব (৮ মিলি)- ২০ টাকা
নিউমেটিক ভাল্ভ (৮ মিলি)- ১০০ টাকা
চেক ভাল্ভ- ৪০ টাকা (aliexpress.com) (KB তে ১০০ টাকা পড়তে পারে)
স্যালাইন কিট- ২৮ টাকা
SOBO 320 f পাওয়ার ফিল্টার- ২৫০ টাকা (ডিফিউসার হিসেবে ব্যাবহৃত)
মোটঃ ৪৫১০ টাকা