ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি: নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য

মােগল সাম্রাজ্যের পতনের সময় ভারতে নবােথিত বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও।


দক্ষিণ ভারতে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের কারণ সম্পর্কে আলােচনা করাে। ইঙ্গ-ফরাসি প্রতিদ্বন্দ্বিতায় ফরাসিরা কেন পরাজিত হয়েছিল?


অষ্টাদশ শতকের শেষদিকে ভারতে ইংরেজ শক্তির প্রসার রােধে বিভিন্ন ইঙ্গ-মহীশূর যুদ্ধগুলির বিবরণ দাও।


ইংরেজদের সঙ্গে টিপু সুলতানের সম্পর্ক লেখাে।


ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে ইঙ্গ-মারাঠা দ্বন্দ্বের পরিচয় দাও।


ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে ইঙ্গ-শিখ দ্বন্দ্বের পরিচয় দাও।


ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রসারে ইঙ্গ-আফগান ও ইঙ্গ-ব্রহ্ম দ্বন্দ্বের পরিচয় দাও৷


১৭৭৩ খ্রিস্টাব্দের রেগুলেটিং আইনের শর্তাবলি কী ছিল? রেগুলেটিং আইনের মূল্যায়ন করাে।


ব্রিটিশ শাসনকালে প্রবর্তিত বিভিন্ন চার্টার অ্যাক্ট বা সনদ আইনগুলির বিবরণ দাও।


ব্রিটিশ শাসনকালে পার্লামেন্ট কর্তৃক প্রবর্তিত ১৮৫৮, ১৮৬১ ও ১৮৯২ খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের বিবরণ দাও।

অথবা, মহাবিদ্রোহ (১৮৫৭ খ্রি.) থেকে বঙ্গভঙ্গ বিরােধী স্বদেশি আন্দোলন (১৯০৫ খ্রি.) পর্যন্ত সময়কালে প্রবর্তিত বিভিন্ন ভারত শাসন আইনগুলির পরিচয় দাও।


ব্রিটিশ শাসনকালে ভারতে আমলাতন্ত্রের বিকাশ সম্পর্কে আলােচনা করাে।


ব্রিটিশ শাসনকালে ভারতে পুলিশি ব্যবস্থার বিকাশ সম্পর্কে আলােচনা করাে।


ভারতে ব্রিটিশ শাসনকালে স্থায়ী সেনাবাহিনীর প্রতিষ্ঠা ও প্রসার সম্পর্কে আলােচনা করাে।


পলাশির যুদ্ধের পরবর্তীকালে বাংলায় কীভাবে দ্বৈত শাসন ব্যবস্থা (১৭৬৫-৭২ খ্রি.) চালু হয়? দ্বৈত শাসন ব্যবস্থার গুরুত্ব বা ফলাফল


ওয়ারেন হেস্টিংসের আমলে ভারতে ব্রিটিশ ভূমিরাজস্ব ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে আলােচনা করাে।


চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের প্রেক্ষাপট, শর্তাবলি ও প্রভাব আলােচনা করাে।


লর্ড কর্নওয়ালিশ প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল আলােচনা করাে।


রায়তওয়ারি বন্দোবস্তের বিভিন্ন বৈশিষ্ট্য ও ফলাফলগুলি উল্লেখ করাে।


লর্ড কর্নওয়ালিশ কি চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত উদ্ভাবক ছিলেন? মহলওয়ারি বন্দোবস্তের শর্তাবলি ও ত্রূটিবিচ্যুতি গুলি উল্লেখ করাে।


ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের রাজস্ব ব্যবস্থার পরিচয় দাও।


ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজ ও অর্থনীতিতে ব্রিটিশ রাজস্ব ব্যবস্থার প্রভাব সম্পর্কে আলােচনা করাে।


ঔপনিবেশিক শাসনকালে ভারতের অব-শিল্পায়নের বিভিন্ন কারণগুলি আলােচনা করাে।


'অব-শিল্পায়ন' বলতে কী বােঝ? ঔপনিবেশিক আমলে ভারতে অব-শিল্পায়নের ফলাফল সম্পর্কে আলােচনা করাে।


কোম্পানির আমলে ভারতীয় বাণিজ্যের প্রকৃতিতে কী পরিবর্তন ঘটে?


দেশীয় বস্ত্রশিল্পের ওপর অব-শিল্পায়নের কী প্রভাব পড়েছিল?


ভারতে কে, কবে সর্বপ্রথম রেলপথ স্থাপন করেন? ব্রিটিশ শাসনকালে ভারতে রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্য বা কারণগুলি উল্লেখ করাে।


ঔপনিবেশিক আমলে ভারতে বিভিন্ন উদ্যোগে রেলপথের সম্প্রসারণ সম্পর্কে আলােচনা করাে।


ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সদর্থক প্রভাবগুলি সম্পর্কে আলােচনা করাে।

অথবা, ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের সুফলগুলি উল্লেখ করাে।

ভারতে রেলপথ স্থাপনে এদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলেছিল?


ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের নঞর্থক প্রভাবগুলি সম্পর্কে আলােচনা করাে।

ভারতীয় অর্থনীতিতে রেলপথ স্থাপনের কুফলগুলি উল্লেখ করাে।


ব্রিটিশ শাসনকালে রেলপথ স্থাপনের উদ্দেশ্য কী ছিল?


ইউরােপীয় পুঁজিপতিদের উদ্যোগে ভারতে বিভিন্ন শিল্পের বিকাশ সম্পর্কে আলােচনা করাে।


ব্রিটিশ আমলে ভারতীয় মালিকানায় ভারতে বিভিন্ন শিল্পের বিকাশ সম্পর্কে আলােচনা করাে।


ব্রিটিশ আমলে ভারতে ইউরােপীয় পুঁজিপতিদের উদ্যোগে শিল্পের অগ্রগতির কারণ কী ছিল? ভারতীয় মালিকানায় এদেশে শিল্পোদ্যোগের ক্ষেত্রে কী কী সমস্যা ছিল?


ব্রিটিশ শাসনকালে ভারতে বাগিচা শিল্পের অগ্রগতির পরিচয় দাও।


ঔপনিবেশিক ভারতের শিল্পায়নে সামাজিক প্রভাব সম্পর্কে আলােচনা করাে। ভারতের শিল্প-শ্রমিকের উদ্ভব ও বিকাশ সম্পর্কে কী জান?


ভারতে ব্রিটিশ শাসনের সমর্থনে উপযােগবাদী জেমস মিল- এর দৃষ্টিভঙ্গি আলােচনা করাে।

অথবা, ভারতীয় সভ্যতা সম্পর্কে জেমস মিলের দৃষ্টিভঙ্গির পরিচয় দাও।


ভারতে ব্রিটিশ শাসনের সমর্থনে লর্ড ব্যাবিংটন মেকলের দৃষ্টিভঙ্গি আলােচনা করাে।


ডালহৌসির রেলপথ বিস্তার নীতি আলােচনা করাে।

অথবা, ব্রিটিশ শাসনের প্রথম দিকে রেলপথ বিস্তার নীতি আলােচনা করাে।


দ্বৈত শাসন কী? এর গুরুত্ব আলােচনা করাে।


ব্রিটিশ শাসনকালে ভারতে ইউরােপীয় উদ্যোগে শিল্পের বিকাশের বিবরণ দাও।


ব্রিটিশ শাসনকালে দেশীয় উদ্যোগে শিল্পের বিকাশের বিবরণ দাও।


চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি ও ফলাফল আলােচনা করাে। চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি লেখাে।


ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কীভাবে বাংলায় দেওয়ানি লাভ করে? দেওয়ানি লাভের গুরুত্ব বা ফলাফলগুলি আলােচনা করাে।


ভারতবর্ষে আধিপত্য লাভের ক্ষেত্রে ইঙ্গ-ফরাসি দ্বন্দ্বের সংক্ষিপ্ত বিবরণ দাও।


পলাশির যুদ্ধ সম্পর্কে আলােচনা করাে। অথবা, পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল লেখাে।


বক্সারের যুদ্ধ সম্পর্কে আলােচনা করাে।

অথবা, বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখাে।


ফারুখশিয়ারের ফরমান সম্পর্কে আলােচনা করাে।


রায়তওয়ারি ও মহলওয়ারি বন্দোবস্ত সম্পর্কে যা জান লেখাে।


অষ্টাদশ শতক পর্যন্ত চিনে বিদেশিদের বাণিজ্যের ক্ষেত্রে কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হত? কোন্ পরিস্থিতিতে চিনে বিদেশি পুঁজির অনুপ্রবেশ ঘটতে শুরু করে?


চিনের খনিজ সম্পদের ওপর বিদেশিদের আধিপত্যের প্রসার সম্পর্কে আলােচনা করাে।


চিনের ওপর আরােপিত 'অসম চুক্তি' বলতে কী বােঝায়? এই অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে।


চিনের ওপর আরােপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও।


ক্যান্টন বাণিজ্য কী? ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য। ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ?


ইউরােপের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক ভারত ও চিনে ঔপনিবেশিক শােষণের অভিজ্ঞতার মধ্যে সাদৃশ্যগুলি উল্লেখ করাে।


ইউরােপের বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক ভারত ও চিনে ঔপনিবেশিক শােষণের আধিপত্যের বৈসাদৃশ্যগুলি উল্লেখ করাে।


নানকিং-এর সন্ধি ও তিয়েনসিনের সন্ধির মূল শর্তগুলি আলােচনা করাে।


ভারত ও চিনের ঔপনিবেশিক শক্তিগুলির আধিপত্যের তুলনামূলক আলোচনা