ক্ষয়চক্র : গঠন ও প্রক্রিয়া

ডেভিস বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিবরণ দাও।


'একটি ভূমিভাগের একটি নির্দিষ্ট জীবন ইতিহাস আছে'—W.M. Davis-এর উক্তিটির তাৎপর্য সংক্ষেপে বিশ্লেষণ করাে। স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বােঝ ?


ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের তত্ত্বের পূর্বশর্তগুলি লেখাে। সমপ্রায় ভূমির বৈশিষ্ট্য সংক্ষেপে লেখাে। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য দশার ভূমিরূপের উল্লেখ করাে।


ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বােঝায়? এর কারণগুলি উল্লেখ করাে।

স্থিতিশীল পুনর্যৌবন লাভ কীভাবে ঘটে থাকে?


পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপের পরিচয় দাও।


পুনর্যৌবন লাভ বলতে কী বােঝ ? ডেভিসের ক্ষয়চক্র ধারণার যৌবন অবস্থার বৈশিষ্ট্য উল্লেখ করাে। নদীম কীভাবে গড়ে ওঠে?


নিক পয়েন্টে জলপ্রপাত গঠিত হয় কেন? স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ের ভূমিরূপগুলি আলােচনা করাে।


মরু ক্ষয়চক্র সম্পর্কে ডেভিসের ধারণা ব্যাখ্যা করাে। অথবা, মরু ক্ষয়চক্রের বিবরণ দাও।


ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে নদীর দ্বারা সৃষ্ট ভূমিরূপগুলির পরিচয় দাও।


স্বাভাবিক ক্ষয়চক্রের যে-কোনাে দুটি পর্যায়ে সৃষ্ট ভূমিরূপের সংক্ষিপ্ত বিবরণ দাও।


ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি আলােচনা করাে।


ডেভিসের ক্ষয়চক্রের সংক্ষিপ্ত সমালােচনা করাে। এল. সি. কিং-এর শুষ্ক অঞ্চলের ক্ষয়চক্রের ধারণাটি ব্যাখ্যা করাে। অথবা, কিং-এর পাদ সমতলীকরণ মতবাদটি ব্যাখ্যা করাে।


স্বাভাবিক ক্ষয়চক্র ও মরু অঞ্চলের ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য নির্ণয় করাে। স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে অশ্বক্ষুরাকৃতি হ্রদ এবং মরু ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে ইনসেলবার্জ সৃষ্টির কারণ ব্যাখ্যা করাে।


বােলসন বা প্লায়া কাকে বলে? পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য নির্ণয় করাে।


স্বাভাবিক ক্ষয়চক্রের নিয়ন্ত্রকগুলি কী কী? সমপ্রায় ভূমি (পেনিপ্লেন) ও পাদ সমভূমি (পেডিপ্লেনের) মধ্যে পার্থক্য নির্ণয় করাে।


নিক বিন্দু কীভাবে গঠিত হয়? স্বাভাবিক ক্ষয়চক্রের বাস্তবায়নের সম্ভাবনা কতখানি? বাজাদার বৈশিষ্ট্য লেখাে।


পেডিপ্লেন কীভাবে সৃষ্টি হয়? ডেভিসের ত্রয়ী বলতে কী বােঝ? মরু ক্ষয়চক্রে দৃশ্যমান বিভিন্ন ভূমিরূপের বিবরণ দাও।