ভারতবর্ষ

“আবার জমে গেল।”—প্রসঙ্গ উল্লেখ করে আড্ডা কীভাবে আবার জমে গেল তা লেখাে।


"সেখানেই গড়ে উঠেছে একটা ছােট্ট বাজার।”- বাজারটি কোথায় অবস্থিত ছিল? এই বাজারটির বর্ণনা দাও।


'ভারতবর্ষ' গল্প অবলম্বনে বাজারের চায়ের দোকানে বসে-থাকা গ্রামবাসীদের আড্ডার পরিচয় দাও।


'ভারতবর্ষ' ছােটোগল্পটিতে অকাল-দুর্যোগ সম্বন্ধে যে আলােচনা করা হয়েছে, তা নিজের ভাষায় লেখাে।


"সেই সময় এল এক বুড়ি।”—লেখক বুড়ির সম্পর্কে যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখাে।


“তােরা মর, তােদর শতগুষ্টি মরুক।"- কে মন্তব্যটি করেছে? মন্তব্যটির প্রেক্ষাপট আলােচনা করাে।


"কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে"—‘সে’ বলতে কার কথা বলা হয়েছে? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন?


"বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হল।”– চৌকিদার কী পরামর্শ দিয়েছিল? সেই পরামর্শ মেনে কী করা হয়েছিল?


“শেষ রােদের আলােয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল।”—কার কথা বলা হয়েছে? সে ক্রমশ আবছা হয়ে গেল কেন?


"বচসা বেড়ে গেল।”—প্রসঙ্গ উল্লেখ করে বচসার কারণ আলােচনা করাে।


'ভারতবর্ষ' গল্পের মােল্লাসাহেব এবং ভটচাজমশাইয়ের চরিত্রের তুলনামূলক আলােচনা করাে।


'ভারতবর্ষ' গল্পের চৌকিদারের চরিত্র বিশ্লেষণ করাে।


"ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখল ঝাকে ঝাকে কখন শকুন নামবে।"- সকাল থেকে ঘটা ঘটনাবলির আনুপূর্বিক বিবরণ দাও। সবাই এমনটা করেছিল কেন?


'ভারতবর্ষ' গল্পে বুড়ির দীর্ঘনিদ্রাভঙ্গ কীভাবে দুই সম্প্রদায়ের মারমুখী জনতাকে শান্ত করল, তা আলােচনা করাে।


"দেখতে-দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়াল চারদিকে।"—প্রসঙ্গ উল্লেখ করে এই উত্তেজনাপূর্ণ ঘটনার বিবরণ দাও।


"আমি কী তা দেখতে পাচ্ছিস নে?”—কোন্ প্রশ্নের উত্তরে বক্তা এ কথা বলেছেন? গল্পানুসারে বক্তার স্বরূপ উদঘাটন করাে।


ছােটোগল্প হিসেবে 'ভারতবর্ষ'-এর সার্থকতা বিচার করাে।


'ভারতবর্ষ' গল্পের 'বুড়ি'-কে একটি উদ্দেশ্য ও আদর্শের প্রতীক হিসেবে গ্রহণ করা যায়।- এই অভিমতের পক্ষে বা বিপক্ষে তােমার বক্তব্য যুক্তি-সহ আলােচনা করাে।


সাম্প্রদায়িকতা বিরােধী গল্প হিসেবে 'ভারতবর্ষ' ছােটোগল্পটি কতখানি সার্থকতা আলােচনা করাে।


“লদীতে ফেলে দিয়ে এসাে।”—উক্তিটি কার? কোন পরিস্থিতিতে তার এই উক্তি?


“সেই সময় এল এক বুড়ি।”- বুড়িটির চেহারার পরিচয় দাও। গল্পের শেষে বুড়িটির ভূমিকা সম্বন্ধে আলােচনা করাে।


'ভারতবর্ষ' গল্পটির নামকরণের সার্থকতা বিচার করাে।