'আমি দেখি'

“গাছগুলাে তুলে আনো, বাগানে বসাও"- এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গাছেদের সম্পর্কে কবির মনােভাব 'আমি দেখি' কবিতা অবলম্বনে আলােচনা করাে।


"আমার দরকার শুধু গাছ দেখা"- বক্তা কে? তার গাছ দেখা দরকার কেন?


“আরােগ্যের জন্যে ওই সবুজের ভীষণ দরকার"- কে, কোথায় এ কথা বলেছেন? এই মন্তব্যের মধ্য দিয়ে বক্তার কীরূপ মনােভাব প্রকাশ পেয়েছে?


"বহুদিন জঙ্গলে কাটেনি দিন”—কেন কবি এ কথা বলেছেন? এই অভাবপূরণের জন্য কবি কী চেয়েছেন?


"শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়”—কবির এই মন্তব্যের তাৎপর্য লেখাে।


"চোখ তাে সবুজ চায়। /দেহ চায় সবুজ বাগান"- কবির এই মন্তব্যটির সার্থকতা কবিতা অবলম্বনে আলােচনা করাে।


"আমি দেখি।।"- পঙক্তিটি সমগ্র কবিতার পরিপ্রেক্ষিতে কীভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আলােচনা করাে।


'আমি দেখি' কবিতায় কবির নিজস্ব কবিস্বভাবের কী পরিচয় পাওয়া যায় আলােচনা করাে।


'আমি দেখি' কবিতাটির গঠনবৈশিষ্ট্য আলােচনা করাে।


"গাছ আনাে, বাগানে বসাও।" -কাদের উদ্দেশে কবি এই আহ্বান জানিয়েছেন? কোথা থেকে গাছ তুলে আনার কথা বলেছেন কবি? পঙক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করাে।


“আরােগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার”—ওই সবুজ’ বলতে কবি কী বুঝিয়েছেন? সেই সবুজকে পাওয়ার জন্য কবি কী কী নির্দেশ দিয়েছেন?