প্রকাশিত, নতুন বই, 'নিঃসঙ্গ সম্রাট ও অন্যান্য নাটক'।
রৌরব, অপর, রোয়াক, কোরক, বারোমাস, কালধ্বনি ইত্যাদি গত দশকের প্রায় সব গুরুত্বপূর্ণ পত্রিকায় কৌশিক রায় চৌধুরীর লেখা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া প্রেসিডেন্সি কলেজের বাৎসরিক পত্রিকা, বহরমপুর কৃষ্ণনাথ কলেজের শতবর্ষ স্মারক সংখ্যা, আনন্দ বাজার পত্রিকার ক্রোড়পত্র, আজকালের পড়ার পাতা প্রভৃতি জায়গায় কৌশিকের লেখা বেরিয়েছে।
ছাত্রদের পরীক্ষা বৈতরণী পার করানোর জন্য নিজে হাতে যেসব 'নোট ' তিনি তৈরি করেছিলেন তার বহুলাংশেই প্রবন্ধের বৈশিষ্ট্য লক্ষনীয়।
প্রবন্ধের বিষয় হিসেবে এসেছে সিনেমা, নাট্য - নাটক, সাহিত্য - সংস্কৃতিচর্চা, দেশ - কাল - সমাজ ইত্যাদি বিবিধ বিষয়।
প্রবন্ধের বিষয়ভিত্তিক পাতায় যাওয়ার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন।