প্রকাশিত - সম্পাদিত - সম্পর্কিত বই ও অন্যান্য কাজের বৃত্তান্ত
প্রকাশিত, নতুন বই, 'নিঃসঙ্গ সম্রাট ও অন্যান্য নাটক'।
প্রকাশিত - সম্পাদিত - সম্পর্কিত বই ও অন্যান্য কাজের বৃত্তান্ত
কৌশিক রায় চৌধুরীর মৃত্যুর পর বহরমপুর ঋত্বিক থেকে একটি স্মরণ পুস্তিকা প্রকাশ করা হয়।
২০১৬ সালের বইমেলায় প্রকাশিত হয় কৌশিকের গদ্যগ্রন্থ 'বাংলা নিয়ে'। প্রকাশক - সপ্তর্ষি প্রকাশন। কলকাতা।
কৌশিকের লেখা একাধিক নাট্যকোলাজ মঞ্চস্থ করেছেন বেলঘরিয়া শঙ্খমালা নামক বাচিক সংস্থা। সেগুলির অন্যতম ' এক নিরূপম যাত্রা' প্রযোজনাটি ইউটিউবে প্রকাশিত হয়েছে ২০২০ সালে।
কৌশিক পরিচালিত ' ঈশ্বর এসেছেন ' নাটকের আলোচনা এবং কৌশিকের লেখা নাটক থেকে নির্মিত চলচ্চিত্র ' ইয়ে' র টিজার এর লিঙ্ক দেওয়া রইল।
জুন ২০২২-এ প্রকাশিত হয়েছে কৌশিকের 'কবিতা সমগ্র'। প্রকাশক - সপ্তর্ষি প্রকাশন, কলকাতা।
বহরমপুর যুগাগ্নি প্রযোজিত কৌশিক পরিচালিত নাট্য 'ঈশ্বর এসেছেন' এর আলোচনা।
www.anandabazar.com/editorial/a-drama-that-tell-about-the-crisis-of-leftist-politics-1.980207
কৌশিক সম্পাদিত আরো দুটি বইয়ের প্রচ্ছদ। সওদাগরের নৌকো(২০০৪), তাহাদের কথা (২০০৫)