অধ্যাপক কৌশিক রায় চৌধুরীর অকাল প্রয়াণের পর কেটে গেল ছ'বছর। কলকাতা ও বহরমপুরে প্রকাশিত নানা ছোটো বড়ো পত্রিকায় ছড়িয়ে থাকা কৌশিকের লেখালিখি - নাটক, নাট্যকোলাজ, প্রবন্ধ, কবিতা ; বাড়ির দেওয়াল - দরজায় - টুকরো কাগজ ক্যানভাসে আঁকা তার ছবি; প্রকাশিত - সম্পাদিত - প্রকাশিতব্য বইয়ের খবর; তার রচিত নাট্যকোলাজের - সিনেমার ইউটিউব লিঙ্ক; কৌশিক সম্পর্কে দু-চার কথা ক্রমশ প্রকাশের জন্য এই ডিজিটাল উদ্যোগ।