অধ্যাপক কৌশিক রায় চৌধুরীর অকাল প্রয়াণের পর কেটে গেল ছ'বছর। কলকাতা ও বহরমপুরে প্রকাশিত নানা ছোটো বড়ো পত্রিকায় ছড়িয়ে থাকা কৌশিকের লেখালিখি - নাটক, নাট্যকোলাজ, প্রবন্ধ, কবিতা ; বাড়ির দেওয়াল - দরজায় - টুকরো কাগজ ক্যানভাসে আঁকা তার ছবি; প্রকাশিত - সম্পাদিত - প্রকাশিতব্য বইয়ের খবর; তার রচিত নাট্যকোলাজের - সিনেমার ইউটিউব লিঙ্ক; কৌশিক সম্পর্কে দু-চার কথা ক্রমশ প্রকাশের জন্য এই ডিজিটাল উদ্যোগ।

কৌশিক রায় চৌধুরীর জন্ম মুর্শিদাবাদের বহরমপুরে, ১৯৬৫ সালের ২ অক্টোবর। বাবা শ্রী প্রভাত রায় চৌধুরী সমাজসেবী, একাধিক সেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য। পেশায় - প্রধান শিক্ষক। অবিভক্ত কমিউনিস্ট পার্টির কর্মী - সদস্য। মা শ্রীমতী রমা রায় চৌধুরীও শিক্ষক। দুই সন্তানের কনিষ্ঠ কৌশিক। বহরমপুর কৃষ্ণনাথ কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং কৃষ্ণনাথ কলেজ থেকে সাম্মানিক বাংলা নিয়ে পাস করে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৯৮৮ সালে।



ছাত্রবেলা থেকেই সংস্কৃতিমনস্ক কৌশিক বহরমপুরের নানা সাংস্কৃতিক সংস্থার সঙ্গে যুক্ত হয়ে মূলত আবৃত্তি, লেখালিখির চর্চা আরম্ভ করেন। একাধিক লিটিল ম্যাগাজিনের সঙ্গে সংযোগ গড়ে উঠতে থাকে। হয়ে ওঠেন বিশ্বসিনেমার মনোযোগী দর্শক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পড়ার সময় থেকে নাট্যচর্চা‌ এবং লেখালিখির আগ্রহ বেড়ে ওঠে। কলকাতা ও মফস্বলের বিভিন্ন নাট্যদল - নাট্যবেত্তা পত্র পত্রিকার সঙ্গে সংযোগ গড়ে ওঠে। স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থানাধিকারী কৌশিক প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক হিসেবে প্রথম স্থায়ী চাকরিতে যোগ দেন। যুক্ত হন নান্দীকার নাট্যগোষ্ঠীর সঙ্গে। পাশাপাশি চলতে থাকে বহরমপুরের নাট্যদল যুগাগ্নির কাজকর্ম। নাটক লেখা , নাটকের গান রচনা, নাট্য পরিচালনা, নাট্যমঞ্চ নির্মাণ, নাট্য ও নাটক বিষয়ে লেখালিখি - থিয়েটারের সকল রকম কাজে ছিল কৌশিকের তন্নিষ্ঠ আগ্রহ ও অংশগ্রহণ।

কলকাতায় স্থায়ী বসবাস। বিভিন্ন পত্র পত্রিকা ও সংকলন গ্রন্থে নাটক ও প্রবন্ধ লেখা চলতে থাকে। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের সওদাগরের নৌকো গ্রন্থটির একটি সম্পাদিত পাঠ নির্মাণ করেন কৌশিক। নান্দীকার ছাড়াও কলকাতার সংসৃতি এবং বেলঘরিয়ার শঙ্খমালা বাচিক সংস্থা কৌশিকের একাধিক নাটক - নাট্যকোলাজ মঞ্চস্থ করে । বহরমপুরে যুগাগ্নি এবং ঋত্বিক নাট্যদলেও কৌশিকের একাধিক নাটক প্রযোজিত হয়। যুগাগ্নি নাট্যদলে কৌশিক পরিচালিত সন্দীপন মজুমদারের নাটক ' ঈশ্বর এসেছেন ' বহুল প্রশংসিত হয়। কৌশিকের নাটক 'ইয়ে' থেকে চলচ্চিত্র নির্মাণ করেন দেবেশ চট্টোপাধ্যায় ।

প্রেসিডেন্সি কলেজের পর দার্জিলিং সরকারী কলেজ, বারাসাত সরকারী কলেজ এবং গোয়েঙ্কা কলেজে বদলি হন কৌশিক। কৌশিকের মৃত্যু ১৪ ফেব্রুয়ারী, ২০১৫; বহরমপুরের বাড়িতে।



সপ্তর্ষি প্রকাশন, জুন ২০২২