Post date: Jun 10, 2012 1:25:53 AM
সানন্দা রিভিউ সানন্দা
৩০ মে, ২০১২
সম্প্রতি আই সি সি আর-এ আয়োজিত হয়ে গেল রবিনন্দনের চতুর্দশ বার্ষিক অনুষ্ঠান | ছিল রবীন্দ্র গীতি আলেখ্য "কবিবন্দনা" ও নৃত্যালেখ্য "ভানুসিংহের পদাবলী" | নৃত্যনাট্যটির সংগীতাংশের দায়িত্বে ছিলেন রবিনন্দনের কলাকুশলীরা | পলি গুহর নৃত্যপরিচালনা বেশ ভালো | এছাড়া ভাষ্যপাঠে জগন্নাথ বসু ও দেবযানী মজুমদার সাবলীল | এছাড়াও ছিল বৃন্দগান | একক গানে নজর কেড়েছেন রাজেশ্বর ভট্টাচার্য |