Post date: Apr 1, 2012 2:41:15 AM
রবিনন্দন-এর কবিপ্রনাম সকালবেলা,
০১ এপ্রিল, ২০১২
গত ২৪-শে মার্চ, 'রবিনন্দন'-এর চতুর্দশ বর্ষপূর্তির সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো ছিল মূলত রবীন্দ্রনাথ-এর গান, গীতি আলেখ্য ও নৃত্যালেখ্যে | সূচনায় সমবেত গান 'মোরা সত্যের পরে মন' পরিবেশন করেন সংস্থার সদস্য শিল্পীরা | সম্পাদক সুরেশ চন্দ্র মজুমদার সম্প্রতি প্রয়াত হয়েছেন | তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করলেন প্রেক্ষাগৃহে উপস্থিথ সকলেই | সুরেশবাবু সম্পর্কে স্মৃতিচারণ করেন বাচিক শিল্পী জগন্নাথ বসু ও সভাপতি ড. সুকৃৎরঞ্জন ভট্টাচার্য্য | সুখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রাজেশ্বর ভট্টাচার্য্য এদিন তাঁর সুহৃদ সুরেশবাবুর স্মরণে গাইলেন তাঁরই একদা প্রিয় গানগুলি - 'এ কী সকলি সত্য', 'তোমার হলো শুরু'. 'কাহার গলায় পরাবি গানের রতনহার' | শেষে শোনালেন 'তবু মনে রেখো' গানটি |
এরপর অনুষ্ঠিত হলো গীতি আলেখ্য: 'কবিবন্দনা' | এশা মিত্র একক ভাবে শুনিয়েছেন দুটি রবীন্দ্রসংগীত 'কে বসিলে আজি' ও 'মরি লো মরি' | 'বিপুল তরঙ্গ রে', 'কি অভয় ধামে' শুনিয়েছেন জয়শ্রী দাস | 'তোমার প্রেমে ধন্য করে যারে', 'যেথায় তোমার লুট হতেছে', 'তুমি সন্ধ্যার মেঘমালা' ইত্যাদি | দ্বৈত গান শোনান অনিতা রায়, রঞ্জিত বিশ্বাস, শুভেন্দু তালুকদার, মালিনী গাঙ্গুলী, কাবেরী দাশগুপ্ত এবং বিদ্যা কোনার | সমবেত গান নিবেদন করেন রীতা চৌধুরী, রুবি দত্ত, সঞ্চিতা অধিকারী ও সুমিত সেন |
দ্বিতীয় পর্বে পলি গুহর পরিচালনায় মঞ্চস্থ হলো নৃত্যালেখ্য 'ভানুসিংহের পদাবলী' | কুশলতা দেখিয়েছেন স্বাতি বন্দ্যোপাধ্যায়, সুরমা মজুমদার, স্বস্তিকা ভট্টাচার্য্য সহ অন্যান্যরা| একক গানে ছিলেন এশা মিত্র, জয়শ্রী দাস, কাবেরী দাসগুপ্ত, মালিনী গঙ্গোপাধ্যায়, রীতা চৌধুরী, আর দ্বৈত কন্ঠে 'সজনী সজনী' গানটি গেয়েছেন সঙ্ঘমিত্রা চ্যাটার্জী ও নবমিতা চ্যাটার্জী | সুন্দর পরিবেশনা| ভাষ্যপাঠে ছিলেন জগন্নাথ বসু ও দেবযানী মজুমদার | সঙ্গীত ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দেবযানী মজুমদার | রবীন্দ্রচর্চার সুন্দর একটি দৃষ্টান্ত হয়ে রইল 'রবিনন্দন'-এর এই অনুষ্ঠান |