2012 July - Bartaman Patrika
Post date: Jul 22, 2012 6:24:16 PM
রবিনন্দনের অনুষ্ঠানপাঞ্চালী সেনসুর - বর্তমান পত্রিকা
জুলাই ১৩, ২০১২
সম্প্রতি রবিনন্দন সংস্থা এক অনুষ্ঠান আয়োজন করেছিল | শুরুতে ছিল বৃন্দগান | রবিনন্দনের শিল্পীরা এতে অংশ নেয় | এরপর সংগীতশিল্পী রাজেশ্বর ভট্টাচার্য একক সংগীত পরিবেশনা করেন | প্রথম পর্বে গীতিআলেখ্য কবিবন্দনা পরিবেশিত হল | পাঠে ছিলেন জগন্নাথ বসু, সংগীতে এশা মিত্র, জয়শ্রী দাস, অনিতা রায় ও রনজিত বিশ্বাস এবং রবিনন্দনের শিল্পীরা | দ্বিতীয়পর্বে পরিবেশিত হল নৃত্যআলেখ্য ভানুসিংহের পদাবলী | নৃত্য পরিচালনায় ছিলেন পলি গুহ, সঙ্গীত ও সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দেবযানী মজুমদার | নৃত্যে সুরঙ্গমা মজুমদার ও স্বাতি বন্দ্যোপাধ্যায় রাধা ও কৃষ্ণ এর ভূমিকায় ছিলেন | সখীদের ভূমিকায় ছিলেন - স্বস্তিকা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দে, সিঞ্চিত সাধুখান ও বিউটি মন্ডল | সব মিলিয়ে অনুষ্ঠানটি মন্দ লাগেনি |