Post date: Mar 18, 2012 8:30:04 PM
রবিনন্দনের অনুষ্ঠান
শর্মিষ্ঠা মুখোপাধ্যায় (সাপ্তাহিক বর্তমান)
১৭ ডিসেম্বর ২০০৫
রবিনন্দন কালীঘাটের টেগোর রিসার্চ ইনষ্টিটিউটে একটি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানের আয়োজন করে | সমবেত সংগীতের মাধ্যমে অনুষ্টানের সুচনা | এরপর শুরু হয় একক কন্ঠে গান | শিল্পীরা প্রত্যেকে দুটি করে গান গেয়েছেন | অনিতা রায়ের কন্ঠে প্রথম গান ভীমপলশ্রী রাগে সুরফাঁকতালের গান দাঁড়াও মন অনন্ত ভ্রহ্মাণ্ডমাঝে | ভালোলাগে দ্বিতীয় গান বিশ্বসাথে যোগে যেথায় বিহারো | এরপর একে একে গাইলেন তাপসী নন্দন, স্বপ্না দাশ, রঞ্জিত বিশ্বাস | তানিয়া ভঞ্জের কন্ঠে ইমনকল্যাণ রাগে জগৎ জুড়ে উদার সুরে এবং বাউলাঙ্গের গান এই মাধুরী শ্রুতিমধুর হয় | তনুশ্রী মণ্ডলের কন্ঠে আমার যে সব দিতে হবে একটি উল্লেখযোগ্য গান | জয়শ্রী দাশের প্রথম নিবেদন তোমারে জানিনে হে এবং দ্বিতীয় নিবেদন তাহারে আরতি করে চন্দ্র তপন বিশিষ্টতা দাবি করে |
এছাড়া গেয়েছেন শিখা মজুমদার, চৈতালী দাশ | সম্মেলক কন্ঠে বিশ্ববিদ্যার্থী তীর্থ প্রাঙ্গন দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি | অনুষ্ঠানের যন্ত্রানুসঙ্গ সহযোগিতা করেন সমর ব্যানার্জী, শিউলি বসু, মন্দিরায় রূপক মুখার্জী | সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবযানী মজুমদার |