Post date: Jul 22, 2012 6:17:19 PM
আই সি সি আর মঞ্চে রবিনন্দনের অনুষ্ঠানশর্মিষ্ঠা মুখোপাধ্যায় - তথ্যকেন্দ্র
জুন ১২, ২০১২
সম্প্রতি আই সি সি আর মঞ্চে রবিনন্দনের চতুর্দশবর্ষ পূর্তি উপলক্ষ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয় | সম্মেলক কন্ঠে উদবোধন সংগীতের পর প্রয়াত সম্পাদক সুরেশচন্দ্র মজুমদারের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতা পালন করা হয় | এরপর সংস্থার সভাপতি ড. সুকৃতরঞ্জন ভট্টাচার্য ও বাচিক শিল্পী জগনাথ বসু প্রয়াত সম্পাদকের প্রতি শ্রদ্ধা জানান তাঁর সম্পর্কে কিছু বক্তব্য জানিয়ে | রাজেশ্বর ভট্টাচার্য সুরেশচন্দ্র মজুমদারের বাল্যবন্ধু | বাল্যবন্ধুর স্মৃতিতে শিল্পীর কন্ঠে নিবেদিত গানগুলি মর্মস্পর্শী হয় |
'কবি বন্দনা' শিরোনামে গীতি আলেখ্যটি একক, দ্বৈত ও সম্মেলক কন্ঠে কয়েকটি গান পরিবেশন করেন সংস্থার শিল্পীরা | এশা মিত্রের কন্ঠে 'কে বসিলে আজি' ও 'মরি ল মরি' রসত্তীর্ণ হয় | দ্বৈত কন্ঠের গানগুলির মধ্যে মালিনী গানগুলি ও কাবেরী দাসগুপ্তের কন্ঠে 'যেথায় তোমার লুট হতেছে' প্রানবন্ত হয় | অনিতা রায় ও রঞ্জিত বিশ্বাসের কন্ঠে 'তোমার প্রেমে ধন্য কর' পরিছন্ন নিবেদন | জয়শ্রী দাসের কন্ঠে 'বিপুল তরঙ্গ রে' ও শুভেন্দু তালুকদারের কন্ঠে 'তুমি সন্ধ্যার মেঘমালা' উল্লেখযোগ্য | সম্মেলক কন্ঠের গানগুলি মহড়ার অভাব ছিল |
শেষ পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের 'ভানুসিংহের পদাবলী' নৃত্যালেখ্য পরিবেশিত হয় | এই পর্যায়ের গানের মধ্যে কাবেরী দাসগুপ্তের কন্ঠে 'শাওনগগনে ঘোর ঘনঘটা' অন্যতম শ্রেষ্ঠ গান | এশা মিত্রের কন্ঠে দুটি গানেই আন্তরিকতার স্পর্শ পাওয়া যায় | নৃত্যাংশে স্বাতি ব্যানার্জী কৃষ্ণ চরিত্রকে ও শুরথামা মজুমদার রাধা চরিত্রকে যতার্থ রূপদান করেছেন | নৃত্য পরিচালনা করেছেন পলি গুহ | ভাষ্যপাঠে জগন্নাথ বসু ও দেবযানী মজুমদার তাদের দায়িত্ব সুচারু ভাবে পালন করেছেন | যন্ত্রানুষঙ্গে ছিলেন শিউলি বসু, কুমারেশচন্দ্র চন্দ, সোমনাথ দাস, শংকর মুখার্জী ও রূপক মুখার্জি | সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন দেবযানী মজুমদার |