Post date: May 13, 2012 11:09:30 PM
রবীন্দ্র স্মরণে 'রবিনন্দন'নিজস্ব সংবাদদাতা - গণশক্তিমে ১২, ২০১২'আই সি সি আর' মঞ্চে রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ ও 'রবিনন্দনে'র চতুর্দশ বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হয় সম্প্রতি | সূচনাপর্বে ছিল সংস্থার সদস্যদের পরিবেশিত সমবেত সংগীত 'মোরা সত্যের পরে মন - আজি করিব সমর্পন' | এক কথায় অনবদ্য ছিল পরিবেশনা | এরপর সংস্থার কর্ণধার সদ্যপ্রয়াত সুরেশ মজুমদারের প্রতি ডঃ সুকৃতরঞ্জন ভট্টাচার্যের সংক্ষিপ্ত অথচ দরদী স্মৃতিচারণা | বাচিকশিল্পী জগন্নাথ বসুর মনোগ্রাহী স্মৃতিতর্পণ এবং প্রয়াত মজুমদারের বাল্যবন্ধু বিশিষ্ট সঙ্গীতশিল্পী রাজেশ্বর ভট্টাচার্যের বাল্য স্মৃতিচারণ ও সংগীত পরিবেশনা অনবদ্য | ভট্টাচার্য শুদুমাত্র তবলার সহযোগিতায় আবারও প্রমান করলেন স্বকীয় দক্ষতা | পরপর চারখানি গানের মধ্যে 'একই সত্য সকলি সত্য', 'তবু মনে রেখো'' - মনে রাখারই মত পরিবেশনা | সভাপতি সংস্থার স্মারক পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করেন ডঃ সুকৃতরঞ্জন ভট্টাচার্য |
গীতি আলেখ্য 'কবিবন্দনা' ও নৃত্যালেখ্য 'ভানুসিংহের পদাবলী' অনুষ্টিত হয় | সংগীত পরিবেশনায় ছিল এশা, জয়শ্রী, মালিনী, কাবেরী, বিদ্যা, সুমিত, রুবি, সঞ্চিতা, রীতা, অনিতা, রঞ্জিত, শুভেন্দু, সঙ্ঘমিত্রা ও নবমিতা | নৃত্যপরিকল্পনা শ্রীমতি পলি গুহ, ভাশ্যপাথে জগন্নাথ বসু ও দেবযানী মজুমদার | সংগীত এবং আবহ সংগীতের এক অপূর্ব মেলবন্ধনে অনুষ্ঠানটি হয়ে ওঠে অনবদ্য |
নৃত্যে সুরঙ্গমা মজুমদার, পলি গুহ-র যোগ্য শিষ্যা, তবে উচ্চতা ও চেহারার দিকে শ্রীমতি গুহর আরও একটু নজর দেব উচিত ছিল রাধিকার চরিত্র নির্বাচনে | স্বাতি ছিল সঠিক নির্বাচন, সখীরাও সাবলীল, পোশাক যথেষ্ঠ রুচিসংগত | সংগীতে জয়শ্রী দাসের দৃপ্ত ভঙ্গিমায় পরিবেশিত 'এ ভরা ভাদর', মালিনী গানগুলির পরিবেশিত 'হৃদয়্সাদ', এশা মিত্রের 'বাজাও রে মোহন বাঁশি' | মনে গভীর আবেগের সঞ্চার হয় | দ্বৈতকন্ঠে নবমিতা চ্যাটার্জী ও সঙ্ঘমিত্রা চ্যাটার্জীর 'সজনী সজনী' সুন্দর পরিবেশনা | সমবেত গানগুলি প্রত্যেকটিই ছিল সুরে, ছন্দে, তালে নিবদ্ধ, সছন্দ্য পরিবেশনা | সুন্দর সঞ্চালনা করেন অম্লান বসু | মঞ্চসজ্জা, আলো, এক কথায় উন্নতমানের পরিচায়ক | সংগীত এবং সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন সংস্থার সংগীত শিক্ষিকা শ্রীমতি দেবযানী মজুমদার |