Post date: Jul 22, 2012 6:20:48 PM
রবিনন্দনের ভানুসিংহের পদাবলীকলি ঘোষ - সাপ্তাহিক বর্তমান
জুন ৩০, ২০১২
সম্প্রতি আই সি সি আর সভাগৃহে রবিনন্দনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য "ভানুসিংহের পদাবলী" মঞ্চস্থ হলো | এই নৃত্যনাট্যে "শাওন গগনে ঘোর ঘনঘটা" গানের সঙ্গে শ্যামবিরহে উত্কন্ঠিত রাধার একা কুঞ্জবনে ছুটে বেড়ানোর সফল দৃশ্যায়ন প্রশংসনীয় | পলি গুহর নৃত্য পরিচালনায় এই নৃত্যনাট্যে অংশগ্রহণ করেন স্বাতি ব্যানার্জি, সুরঙ্গনা মজুমদার, স্বস্তিকা ভট্টাচার্য, প্রিয়াঙ্কা দে, সৃঞ্জিতা সাধুখাঁ ও বিউটি মন্ডল | একক সংগীতে রাজেশ্বর ভট্টাচার্যের গাওয়া "কাহার গলায় পড়াবি গানের রতন হার", "তবু মনে রেখো" গান দুটি অনুষ্ঠানে আলাদা মাত্র আনে |
এরপর রবিনন্দনের সদস্যরা একক, দ্বৈত এবং সম্মেলক কন্ঠে "তোমার প্রেমে ধন্য কর যারে", "কে বসিলে আজি", "বিপুল তরঙ্গ রে", "ওই মহামানব আসে", "তুমি সন্ধ্যার মেঘমালা" ইত্যাদি গান সহযোগে গীতি আলেখ্য "কবি বন্দনা" পরিবেশন করেন | এতে অংশগ্রহণ করেন এশা মিত্র, জয়শ্রী দাস, অনিতা রায়, রণজিত বিশ্বাস, শুভেন্দু তালুকদার, সঙ্ঘমিত্রা চ্যাটার্জী, নবমিতা চ্যাটার্জী, কাবেরী দাসগুপ্ত, মালিনী গাঙ্গুলি, বিদ্যা কোনার, রীতা চৌধুরী, রুবি দত্ত, সঞ্চিত অধিকারী ও সুমিত সেন |
পাঠে ছিলেন জগন্নাথ বসু ও দেবযানী মজুমদার | অনুষ্ঠানে সংস্থার সম্পাদক সুরেশচন্দ্র মজুমদারের প্রতি শ্রদ্ধা জানানো হয় |