Menomics
Menomics
A mnemonic is a tool that helps us remember certain facts or large amounts of information. They can come in the form of a song, rhyme, acronym, image, phrase, or sentence. Mnemonics help us remember facts and are particularly useful when the order of things is important. This page includes some mnemonic to remember Pharmacy and area relevant to Pharmaceutical Sciences.
#ছন্দে_ছন্দে_RPh_2 (Study related posts for Pharmacist)
বেশ কিছুদিন আগে একবার Belsomra নিয়ে লিখেছিলাম। এরপর অনেকেই RPh exam er primary rules বা পরীক্ষার প্রশ্নের ধরন নিয়ে জানতে চেয়েছিল। এই পোস্ট টি তাদের জন্য।
Registered Pharmacist হওয়ার জন্য প্রথম exam এর নাম KAPS. বাংলাদেশ বা overseas students বা ফার্মাসিস্ট দের Knowledge assessment test এটা। এই পরীক্ষা বিগত চার বছর যতো বিষয় পড়া হয়েছিল বিশ্ববিদ্যালয় এ তার সংক্ষিপ্ত যাচাই বাছাই। যতো গুলো পরীক্ষা আছে এইটা সবচেয়ে কঠিন।
ধারাবাহিক ভাবে এই পরীক্ষার নিয়ম কানুন বলার আগে একটা ভিন্ন ধরনের পোস্ট দেই। পোস্ট টা হচ্ছে যে কোনো কঠিন প্রশ্ন গুলোকে কিভাবে সহজে উত্তর করতে হয় বা উত্তর গুলো সহজ ভাবে মনে রাখতে হয়।
একটা উদাহরণ দেয়া যাক। মাঝে মাঝে নিচের উদাহরণ টির মতো সহজ প্রশ্ন আসে পরীক্ষায়। কিন্ত এই প্রশ্নের উত্তর নিয়েও অনেকেই হিমশিম খায় যদি চর্চা না থাকে।
Which medicine is used to treat symptomatic Bradycardia?
1). Adenosine
2). Digoxin
3). Atropine
4). Amiodarone
If you don't know the answer or basic things about cardiac rythym, it's hard to correct the answer.
সমস্যা হলো প্রতিটি প্রশ্নের জন্য এতো গবেষণা করার সময় নেই। অন্যভাবে উত্তর দেয়া যেতে পারে। প্রতিটি category থেকে কোন কোন মেডিসিন Bradycardia বা Tachycardia তে ব্যবহৃত হয় তা জানা থাকলে উত্তর করা সহজ হয়ে যায়।
ভাবতে থাকেন, যদি কোনো IDEA পাওয়া গেল, কি দিয়ে Bradycardia সারানো যায়।
So, Remember the word "Bad" "IDEA" ... here Bad = Bradycardia and
I = Iso-Proterenol (4th Choice)
D= Dopamine (2nd or 3rd choice)
E= Epinephrine (2nd choice)
A= Atropine (Drug of choice or 1st choice)
Now the answer should be 3) Atropine. And rest of the choices are used to treat Tachycardia.
তবে শব্দটা "বদ আইডিয়া" বা " Bad IDEA" হিসেবে মনে রাখলে আরো ভালো। বদ (Bad) বলতে সবসময়ই Bradycardia ভাবতে হবে।
Note: All of these medicines should be IV infusion and hospital set up to control Bradycardia.
আশা করি Bradycardia নিয়ে আর ঝামেলা হবে না। ছন্দে ছন্দে এভাবেই একদিন হয়ে যাবে Registered Pharmacist. অন্য কোন একদিন কিভাবে preparation নিতে হবে ডিলেইটস বলবো।
শুভ কামনা
রইল ।
হাসান ইমাম (শামীম)
30.06.2020
Good night Sleep tight.
অনিদ্রা জনিত কারনে অনেকেই অনেক ওষুধ ব্যবহার করে এসেছে। এমনই একটি ওষুধ, বেলসোমরা।
Belsomra ( suvoraxant) : A prescribed medicine used for Insomnia under special circumstances. It can keep the person stay asleep longer, so should not be taken if he/she has to drive next morning.
যাই হোক মেডিসিন নিয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য নয়।
খুব সম্ভবত 2017 এর শেষের দিকে এক Patient এসেছিল একটা prescription নিয়ে যাতে লেখা ছিল : Suvorexant 20 mg: 1 tablet at night.
আমার এক কলিগ বলবো: এই মেডিসিন সম্পর্কে তার কোনো ধারনা নাই।
আমি বললাম: এটা তো বেলসোমরা।
--ও তাই নাকি।
ও খুব অবাক হয়ে বললো:
-- "তুমি কিভাবে সব মেডিসিন এর Brand এবং জেনেরিক নাম মনে রাখো। "
-- আমি বললাম। তোমাকে বাংলা ভাষা জানতে হবে।
-- আমি। ইটালিয়ান। কিভাবে বাংলা জানবো।
-- তাহলে বোঝাতে সুবিধা হতো।
পরে ওকে নিচের ফর্মুলা বললাম :
আমরা প্রায়ই রাতে ঘুমাতে যাওয়ার আগে Good night বলি। তাই না। এখন ঐ কথাটা বাংলায় বললেই এই ওষুধের জেনেরিক হয়ে যাবে।
"বলছি মোরা ( Belsomra) শুভরাত্রি (Suvorexant)। "
এরপর Good night Sleep tight (means longer during of action) .
ও কি বুঝলো জানি না। কিন্ত এরপর থেকে আমাকে আর কিছু জিজ্ঞেস করে না।
বি: দ্র: সম্পূর্ণ AMH (Australian Medicine Handbook ) এর বাংলা তরজমা এভাবে আমার করা আছে। more than 200 কবিতার মাধ্যমে পুরো বই মুখস্থ করেছিলাম অনেক আগে। তখন সহযোগিতায় ছিল Ajit Das কখনও শামীম Shamimul Ahsan। জানি না এখন কতটুকু মনে আছে। তবে ভাবছি এইভাবে সব লিখে রাখলে মন্দ হয় না।
হাসান ইমাম ( শামীম)
1/12/2019
travel er somoy diarrhea hole norena ajit...travellers diarrhea norfloxacin, azithromycin
Giar tin matha = Giardiasis, tinidazole and metronidazole...... superb
https://nurseslabs.com/pharmacology-nursing-mnemonics-tips/
Some more mnemonic on pharmacology are here-