Date: November 11, 2019
" কখন উঠবেন ভাইজান??? বেলা তো অনেক গড়াইলো... ও ভাইজান..."
রতনের ডাকে চোখ নিঙড়াতে নিঙড়াতে ঘুম থেকে উঠলাম। ঘড়িতে তাকাতেই চোখ ছানাবড়া হয়ে উঠল। দুপুর ১২.৩০!!!! এমন দেরি তো কখনই করে নাহ সে।
" কিছু হইসে ভাইজান?? শরীর খারাপ... কিছুদিন ধরেই দেখি রাত করে ঘুমান, আবার বেলা করে উঠেন..."
উত্তর না দিয়ে সোজা বাথরুমের দিকে গেলো জহির। ফ্রেশ হয়ে আবার খাতা কলম নিয়ে বসতে হবে। মাথায় কিছু আসল বৈকি!
বরাবরের মতই লিখতে বসে এক দুই শব্দ লিখে ডাইরির ১০ টা পেইজ নষ্ট করল। নাহ আজকেও হচ্ছে নাহ।
" এই রতন, ফ্লাক্সে করে গরম গরম চা রেখে যা। চিনি বেশি দিস"
"আজকেও রাত জাগবেন ভাইজান... এমনে রাত রোজ রাত জাগলে তো শরীর খারাপ করবে ভাইজান"
" এতো কথা বলিস নাহ তো। খালি কানের কাছে ভগর ভগর। যা বলসি কর। কুইক"
এভাবে ৬-৭ ঘণ্টা বসে থেকেও যখন কিছু হল নাহ, সুমিকে নক দিল মেসেঞ্জারে শরীফ।
" কি কর?"
" এই তো ঘুমাতে যাবো । বল কি বলবি??"
" আবার গল্প লিখা শুরু করব ভাবতাসি। গল্পের শেষ টা পরিবর্তন করতে চাই। কিন্তু গল্পের শেষ টা তো আমার হাতে নাই। "
অনেক্ষণ কোন রিপ্লাই নাই।
" আবার পুরাতন রোগে ধরসে তোকে... যা ঘুমাতে যা"
" সিরিয়াসলি বলতাসিলাম কিন্ত"
" শুন শেষ টা তুইও যানস আমিও জানি তাইলে কেন শুরু করতে চাচ্ছিস? কি দরকার এমন গল্প লিখার যার শেষ টা তুই জানিস কি হবে??"
কোন রিপ্লাই না দিয়ে শরীফ আবার খাতা কলম নিয়ে বসল।
জীবনের গল্প লিখা অনেক কঠিন। কে জানে হতেও পারে পরিবর্তন !!