বই : জ্যাক ওয়েস্ট জুনিয়র অ্যান্ড দ্য হিরোজ হেলমেটলেখক : ম্যাথিউ রাইলিঅনুবাদক : মাদিহা মৌ ও রাফায়েত রহমান রাতুল
জ্যাক ওয়েস্ট জুনিয়রের এক আবিষ্কার বদলে দিতে পারে ইতিহাস।প্রাচীন মিশরীয় দেন্দাউর মন্দির, যা ১৯৭৮ সালে মিশরীয় সরকার যুক্তরাষ্ট্রকে উপহার দেয়, তাতে লুকানো আছে এক কিংবদন্তিতূল্য অস্ত্র।কিন্তু একমাত্র জ্যাকই ঐ নিদর্শন সমন্ধে ওয়াকিবহাল নয়। সে যখন জনাকীর্ণ জাদুঘরে অস্ত্র রহস্য উদ্ঘাটনে ব্যস্ত, ঠিক সেসময় রহস্যময় কেউ তাকে অনুসরণ করছে। এমন একজন যে জ্যাককে থামাতে চায় যে-কোনো মূল্যে।জ্যাক পারবে তো রহস্য উন্মোচন করতে?